জানেন কাশফুলকে ইংরাজিতে কি বলে? পুজোর মরসুমে পারবেন এই প্রশ্নের উত্তর দিতে? রইল দারুণ মজার প্রশ্ন

Published : Oct 08, 2024, 11:23 AM IST

আকাশের পেঁজা তুলো মেঘ দেখে কিংবা ছাতিম আর শিউলির গন্ধতে পুজো এসেছে। দুর্গাপুজোর আগমন বার্তা পাওয়া যায় আরও এক ফুলের উপস্থিতিতে। সেটা হল কাশ ফুল। জানেন এই ভীষণ প্রিয় কাশফুলকে ইংরাজিতে কি বলে?

PREV
110

আকাশে-বাতাসে এখন শুধুই পুজোর গন্ধ। রাস্তায় বেরোলেই ঢাকের আওয়াজ, আলোর রোশনাই, সেইসাথে মাইকে পুরোনো দিনের গান; এটাই বাঙালিদের দুর্গোৎসব।

210

এগুলি ছাড়াও আরও একটি বিশেষ ফুল আছে, যা দেখে বাঙালিদের মন নেচে ওঠে। আর সেটা হল কাশফুল।

310

শরৎকাল এলেই গ্রাম বাংলার মাঠে ঘাটে ভরে যায় কাশফুলে (Kashful)। সাদা লম্বা এই ফুলের সৌন্দর্যে মোহিত না হয়ে থাকাও যায় না।

410

এমনকি আগমনীর শ্যুট করতেও সকলে কাশফুলের ক্ষেতই বেছে নেন। অনেক সেলিব্রেটিরাও কাশফুলের ভিড়ে এসে ফটোশ্যুট করে থাকেন।

510

কিন্তু, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কাশফুলকে ইংরেজিতে কি বলা হয়? আপনি কি বলতে পারবেন?

610

আসলে এই উত্তর দিতে ১০০ বার হোঁচট খাবেন সকলে। অনেককেই এই প্রশ্ন করা হয়েছিল, তবে তারা পারেননি।

710

কাশফুলের ইংরেজি কি: এত ট্রেন্ড, এত ব্যবহারের পর এই ফুলের ইংরেজি নাম না জানলে স্বাভাবিকভাবে লজ্জায় তো পড়তেই হবে।

810

মনে রাখবেন, কাশফুল যে শুধু সৌন্দর্য বৃদ্ধি করে তা নয়। কাশফুল (Kashful) ভূমিক্ষয় রোধ করে।

910

কারণ, কাশফুলের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখতে সক্ষম, সেইসাথে মাটি আলগা হতে দেয় না। যদিও, একসময় কাশফুলের ডাঁটা দিয়ে বিভিন্ন রকমের হস্তশিল্প তৈরি করা হত। তবে বর্তমানে কাশফুলের ব্যবহার শুধু ফটোশুটের মধ্যেই সীমাবদ্ধ।

1010

তাই জেনে নিন এর ইংরেজি নাম। কাশফুলকে (Kashful) ইংরেজিতে বলা হয় Wild Sugarcane বা Kans Grass। এটি আসলে ঘাস জাতীয় উদ্ভিদ।

click me!

Recommended Stories