হাঁ হয়ে যাবেন প্রশ্ন শুনলে! বলুন তো, মেয়েদের শরীরের কোন অঙ্গ প্রতি দুমাস অন্তর পরিবর্তন হয়?

উত্তর দিতে হবে বুদ্ধি করে। নাহলেই পড়বেন ফাঁকিতে। এমনই কিছু প্রশ্নমালা সাজিয়ে দেওয়া হল আজ। তবে সঙ্গে বলে দেওয়া হয়েছে উত্তরও। যাতে বুদ্ধির খেলাটা সহজেই ধরে ফেলতে পারেন আপনি। তাই দেরি না করে পড়ে ফেলুন এই মজার প্রতিবেদন। 

Parna Sengupta | Published : Jul 12, 2024 4:23 AM IST

আইএএস পরীক্ষার ইন্টারভিউ সব সময় খবরের শিরোনামে থাকে। আইএএস পরীক্ষা ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। প্রত্যেক বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লক্ষ লক্ষ মেধাবী ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়। তবে কয়েকজনই সফল হয়। বিশেষ করে এই জাতীয় চাকরির ইন্টারভিউতে এমন ভাবে প্রশ্ন ঘুরিয়ে করা হয় যাতে প্রার্থীরাও অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন। বিগত কয়েক বছরে এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল। এবার উত্তর সহ দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন: রেলওয়েতে W/L বোর্ডের অর্থ কী?

Latest Videos

উত্তর: রেলওয়ের যেখানে W/L বোর্ড লাগানো থাকে সেখানে ড্রাইভারকে হর্ন বাজাতে হয়।

২) প্রশ্ন: মেয়েরা টাকা না নিয়ে যে জিনিসটা দেয় না সেটা কি?

উত্তর: বিয়ের দিন বরের জুতো। বিশেষ করে কনের বান্ধবী বা বোনেরা এটি করে থাকে।

৩) প্রশ্ন: কোন প্রাণী জলে বসবাস করলেও জল পান করে না?

উত্তর: ব্যাঙ জলে বসবাস করলেও জল পান করে না।

৪) প্রশ্ন: কোন প্রাণী জন্মের দুই মাস পর্যন্ত ঘুমায়?

উত্তর: ভাল্লুক জন্মের পর দুমাস ঘুমিয়ে কাটায়।

৫) প্রশ্ন: জিভ দিয়ে নয়, পা দিয়ে সবকিছুর স্বাদ নেয় এমন কোন প্রাণী?

উত্তর: প্রজাপতি।

৬) প্রশ্ন: ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?

উত্তর: মুম্বাই, যাকে ভারতের মূলধনের রাজধানীও বলে।

৭) প্রশ্ন: যা সাগরে বাস করে এবং আপনার ঘরে বাস করে, এমন কি সেই জিনিস?

উত্তর: লবণ।

৮) প্রশ্ন: ট্রেনের টিকিটে WL এর অর্থ কি?

উত্তর: ওয়েটিং লিস্ট বা অপেক্ষার তালিকা।

৯) প্রশ্ন: মেয়েরা যে জিনিসটা দেখায় আর ছেলেরা লুকিয়ে রাখে সেটা কি?

উত্তর: মানিব্যাগ। আসলে মেয়েরা মানিব্যাগ হাতে রাখে আর ছেলেরা পকেটে ভরে।

১০) প্রশ্ন: এমন একটি জিনিসের নাম বলো, যার ছায়া নেই?

উত্তর: রাস্তা।

১১) প্রশ্ন: ভারতবর্ষের কোন রাজ্যে একটি রেলস্টেশন নেই?

উত্তর: সিকিম হলো মাত্র রাজ্য যেটি রেল নেটওয়ার্কের সাথে যুক্ত নয়।

১২) প্রশ্ন: মানুষের চোখকে ক্যামেরা হিসেবে দেখলে তার মেগাপিক্সেল কত হবে?

উত্তর: মানুষের চোখ ৫৭৬ মেগাপিক্সেল।

১৩) প্রশ্ন: বিশ্বের কোন প্রাণীটি লাফাতে অক্ষম?

উত্তর: হাতি কখন লাফাতে পারে না, তার শরীরের ওজনের কারণে।

১৪) প্রশ্ন: সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি?

উত্তর: ফ্যাদোমিটার।

১৫) প্রশ্ন: মহিলাদের কোন অঙ্গ প্রতি দুই মাস অন্তর পরিবর্তন হয়?

উত্তর: এর উত্তর হলো ভ্রু। আসলে প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
Suvendu Adhikari Live : কি ফাঁস হতে চলেছে! সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, সরাসরি
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |