Rain Water: বৃষ্টির জল পান করা কতটা উপকারী? বর্ষাকালে অবশ্যই জেনে রাখা উচিত

বৃষ্টির জল পান করা কতটা উপকারী? বর্ষাকালে অবশ্যই জেনে রাখা উচিত

Anulekha Kar | Published : Jul 9, 2024 5:45 PM IST

বর্ষাকাল অনেকেই পছন্দ করেন। বৃষ্টি ভালবাসেন অনেকেই। আবার এমন অনেকেই রয়েছেন যারা বৃষ্টির জল খেতে চান। শুনতে অবাক লাগলেও বৃষ্টির জল খেতে ইচ্ছে করে এমন মানুষের সংখ্যা কিন্তু কম নেই।

তবে এক্ষেত্রে জেনে রাখা দরকার যে বৃষ্টির জল খেলে ঠিক কী কী হতে পারে?

Latest Videos

আসলে যে পরিমাণ দূষণ বাড়ছে তাতে কোনও ভাবেই বৃষ্টির জল পান করা উচিত নয়। এ ছাড়াও যেকোনও সময় অ্যাসিড বৃ্ষ্টি হতে পারে। তাই এই জল পান করলে মারাত্মক ক্ষিত হতে পারে।

বৃষ্টির জল অ্যাসিডিক এবং এই জল যখন বাতাসে উপস্থিত কার্বন ডাই অক্সাইডের সঙ্গে প্রতিক্রিয়া জানায়, তখন এর গড় পিএইচ স্তর ৫.০ থেকে৫.৫.৩ এর মধ্যে থাকে। এ তাই জলের এই দূষিত কণাগুলি পান করলে গুরুতর অসুস্থতা সৃষ্টি হতে পারে।

বৃষ্টির জল পান করলে ডায়রিয়া, ইনফেকশন ও ফুসফুসের সমস্যাও হতে পারে। বালতিতে জমে থাকা বৃষ্টির জল বা হাতের তালুতে পড়া বৃষ্টির ফোঁটাগুলোকে চকচকে মুক্তোর মতো দেখালেও এই বৃষ্টির জল পান করা উচিত নয়।

তবে বৃষ্টির জল না খেয়ে অন্য কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন ঘর মোছা বা গাড়ি ধোয়ার কাছে ব্যবহার করা যেতে পারে বৃষ্টির জল। এ ছাড়াও বাথরুমেও ব্যবহার করা যেতে পারে এই জল।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী, কী বার্তা, দেখুন সরাসরি
'ওই ছাঁট মালগুলোও যাবে' নাম ধরে ধরে বললেন! শুভেন্দুর এই কথা সত্যি হলে সাংঘাতিক! | Suvendu Adhikari |
Rashifal | রাশিফল ৭ সেপ্টেম্বর : আপনি কি জানেন, আজ আপনার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের রাশিফল
'মমতা আর ওই চ্যাংড়াটা বলেছিল...' সত্যিটা সামনে আসতেই ধুয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | RG Kar
'জমিদারি! TMC-এর ওই ডাক্তারগুলো আর মুখ্যমন্ত্রীকে, কেউ আর চায়না' বিস্ফোরক Bimal Shankar Nanda