রোজ সকালে মেথির জল খেলেই ম্যাজিক! কী কী রোগ থেকে মুক্তি পাবেন, জানলে চমকে যাবেন

রোজ সকালে মেথির জল খেলেই ম্যাজিক! কী কী রোগ থেকে মুক্তি পাবেন, জানলে চমকে যাবেন

Anulekha Kar | Published : Aug 30, 2024 5:27 PM IST

প্রতিটি রান্নাঘরেই মজুত থাকে মেথি। পেট ঠান্ডা রাখতে এর কোনও তুলনাই হয় না। মা-ঠাকুমার আমলে রোজ মেথি ভিজিয়ে জল খাওয়ার প্রচলন ছিল। তবে শুধুই পেট ঠান্ডা করতে নয় মেথি ভিজানো জলের রয়েছে আরও অনেক গুণাগুণ। রোজ সকালে এটি পান করা কতোটা উপকারী জানেন?

মেথি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে যার ফলে এই উপাদান ব্লাড সুগারে অত্যন্ত উপকারী। রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে ভীষণ সাহায্য করে মেথি। তাই সুগারের রোগীদের মেথি খাওয়ার পরামর্শ দেন আয়ুর্বেদিক চিকিৎসকেরা।

Latest Videos

এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। যা হার্ট ভালো রাখতে ভীষণ ভাবে সাহায্য করে। তাই রোজ সকালে মেথির জল খেলে হার্টের সমস্যা ধারে-কাছে ঘেঁষতে পারে না।

বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে যে খারাপ কোলেস্টরল কমাতে ভীষণ উপাকারী মেথি। মেথির গুণাগুণে কোলেস্টরল ভালোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়। তাই কোলেস্টরলের রোগীরা সকালে মেথীর জল খেলে উপকার পেতে পারেন।

সকালে খালি পেটে মেথির জল খেলে মেটাবলিজম বাড়ে। এতে প্রচুর সলিউবল ফাইবার রয়েছে যা অনেকক্ষণ পেট ভর্তি রাখতে সহায়তা করে। তাই ওজন কমাতে রোজ সকালে মেথির জল খেতে পারেন।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: কাঁথিতে মেগা জনসভা শুভেন্দু অধিকারীর, দেখুন সরাসরি
'নারী নিরাপত্তা কোথায়!' মালদায় সাতসকালে হাড়হিম করা ঘটনা, দর্শকের ভূমিকায় গোটা গ্রাম | Malda News
'রাজ্যের সর্বনাশ করে মমতা ফটো তুলতে বেড়িয়েছেন' মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর | Suvendu
‘পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে’ ডিভিসির দিকে তোপ মুখ্যমন্ত্রীর | WB Flood
বাপরে! গিলে খেলো আস্ত বাড়ি! পাঁশকুড়ায় হাড়হিম করা ভিডিও, ভয়ঙ্কর কাঁসাই নদী | Purba Medinipur |