সোনা, রুপো দিয়ে গহনা তৈরি করানোর প্রচলনই বেশি। তবে কেউ কেউ এগুলো দিয়ে জিনিসপত্রও তৈরি করান। যেমন রূপার প্লেট, গ্লাস ইত্যাদি। রাজাদের আমলে সোনার থালায় খাওয়া, রূপার গ্লাসে জল খাওয়ার প্রথা ছিল বেশি।
এটি বিলাসবহুল জীবনের অধীনে আসে। তবে এই ধাতুগুলিতে ঔষধি গুণও রয়েছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন। আসলে রূপা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকভাবেই উপকারী। তাই আজও রূপার গ্লাসে জল খাওয়ার প্রচলন অনেকের মধ্যেই আছে। আসলে রূপার গ্লাসে জল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা কী কী তা এবার জেনে নেওয়া যাক।