মা গো আবার আসবে কবে, তোমায় ঘিরে অনেক আশা, তোমার জন্য বছর ভর অপেক্ষা। শুভ বিজয়া।
তোমার আগামী জীবন আরও সুখের হোক, কামণা করি। শুভ বিজয়া।
শুভ বিজয়ার ভালোবাসা ও প্রণাম নিও। আগামী দিনগুলো মায়ের আশীর্বাদে যেন আরও সুন্দর হয়ে ওঠে। শুভ বিজয়া।
মন্দের ওপর ভালোর হবে জয়। বিজয়া দশমীর দিন এমনটাই কামনা করি।
নারীদের অসম্মান করে এমন সব অপরাধীদের শাস্তি দিও মা। বিজয়া দশমীর দিন এটাই আমার প্রার্থনা।
মাগো তোমার করুনা শুতধরা বাহিনী
মা তোমার চরণবিনা
আর বেশি চাইনি
তুমিত শক্তি মাগো
দাও সকলের মুক্তি
শুভ বিজয়া
এই বিজয়া উৎসবে তোমার আশা এবং সুখের সময় আলোকিত বয়ে উঠুক। তোমার সব স্বপ্ন পূরণ হোক। শুভ বিজয়া দশমী।
আশা করি মা দুর্গা আপনাকে আশীর্বাদ করবেন যতে সারা বছর সুখ ও শান্তিতে কাটে। শুভ বিজয়া দশমী।
উৎসবের এই শেষের বেলায়, মায়ের এবার যাওয়ার পালা। চোখের জলে বিদায় মাকে, আসছে বছর আবার হবে। শুভ বিজয়া দশমী।
শেষ হল সিঁদুর খেলা, মায়ের এবার কৈলাসে ফেরার পালা। সবাই হাসি মুখে জানাই মায়ের বিদায়। শুভ বিজয়া দশমী।
আজ অশুভ শক্তির জয় পালন করার দিন। চলুন সবাই মিলে শুভ শক্তির মধ্যে দিয়ে আরও একবার নতুন জীবনের সূচনা করি।
এই শুভ দিনটি জীবনে আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক। শুভ বিজয়া দশমী।
বিজয়া দশমীতে তোমার জীবন আলোকিত হয়ে উঠবে। তোমার জীবন খুশিতে ভরে উঠুক। শুভ বিজয়া দশমী।
মা যে এবার যাওয়ার সাজে, বিসার্জনের বাজনা বাজে। শুভ বিজয়া দশমী।
মায়ের বিদায়ের উদযাপনের সময়, অশুভ শক্তি দমন করার সময়। চলো সবাই একসঙ্গে মিষ্টি মুখে মাকে বিদায় জানাই। শুভ বিজয়া দশমী।
Sayanita Chakraborty