বিজয়া দশমীতে সকলকে জানান শুভেচ্ছা, রইল সেরা ১৫টি শুভেচ্ছবার্তার হদিশ, দেখে নিন এক ঝলকে

বিজয়া দশমীর আগমন ও বিদায়ের মিশ্র অনুভূতি, মায়ের আশীর্বাদ কামনা এবং অশুভ শক্তির দমনের প্রত্যাশা প্রকাশ পেয়েছে। নতুন জীবনের সূচনা এবং সুখ-শান্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।
Sayanita Chakraborty | Published : Oct 12, 2024 4:19 PM
115

মা গো আবার আসবে কবে, তোমায় ঘিরে অনেক আশা, তোমার জন্য বছর ভর অপেক্ষা। শুভ বিজয়া।

215

তোমার আগামী জীবন আরও সুখের হোক, কামণা করি। শুভ বিজয়া।

315

শুভ বিজয়ার ভালোবাসা ও প্রণাম নিও। আগামী দিনগুলো মায়ের আশীর্বাদে যেন আরও সুন্দর হয়ে ওঠে। শুভ বিজয়া।

415

মন্দের ওপর ভালোর হবে জয়। বিজয়া দশমীর দিন এমনটাই কামনা করি।

515

নারীদের অসম্মান করে এমন সব অপরাধীদের শাস্তি দিও মা। বিজয়া দশমীর দিন এটাই আমার প্রার্থনা।

615

মাগো তোমার করুনা শুতধরা বাহিনী

মা তোমার চরণবিনা

আর বেশি চাইনি

তুমিত শক্তি মাগো

দাও সকলের মুক্তি

শুভ বিজয়া

715

এই বিজয়া উৎসবে তোমার আশা এবং সুখের সময় আলোকিত বয়ে উঠুক। তোমার সব স্বপ্ন পূরণ হোক। শুভ বিজয়া দশমী।

815

আশা করি মা দুর্গা আপনাকে আশীর্বাদ করবেন যতে সারা বছর সুখ ও শান্তিতে কাটে। শুভ বিজয়া দশমী।

915

উৎসবের এই শেষের বেলায়, মায়ের এবার যাওয়ার পালা। চোখের জলে বিদায় মাকে, আসছে বছর আবার হবে। শুভ বিজয়া দশমী।

1015

শেষ হল সিঁদুর খেলা, মায়ের এবার কৈলাসে ফেরার পালা। সবাই হাসি মুখে জানাই মায়ের বিদায়। শুভ বিজয়া দশমী।

1115

আজ অশুভ শক্তির জয় পালন করার দিন। চলুন সবাই মিলে শুভ শক্তির মধ্যে দিয়ে আরও একবার নতুন জীবনের সূচনা করি।

1215

এই শুভ দিনটি জীবনে আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক। শুভ বিজয়া দশমী।

1315

বিজয়া দশমীতে তোমার জীবন আলোকিত হয়ে উঠবে। তোমার জীবন খুশিতে ভরে উঠুক। শুভ বিজয়া দশমী।

1415

মা যে এবার যাওয়ার সাজে, বিসার্জনের বাজনা বাজে। শুভ বিজয়া দশমী।

1515

মায়ের বিদায়ের উদযাপনের সময়, অশুভ শক্তি দমন করার সময়। চলো সবাই একসঙ্গে মিষ্টি মুখে মাকে বিদায় জানাই। শুভ বিজয়া দশমী।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos