
প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করতে চাইলে পার্লারে যাওয়ার দরকার নেই। ঘরে বসেই ত্বকে ভালোভাবে ম্যাসাজ করে মুখ উজ্জ্বল করা যেতে পারে। এর জন্য আপনাকে কী কী করতে হবে এবং ফেসিয়ালের জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে হবে, তা অবশ্যই জেনে নিতে হবে। যাতে আপনিও বাড়িতে খরচ না করে পার্লারের মতো উজ্জ্বল ত্বক পেতে পারেন।
আসুন জেনে নেওয়া যাক যে ঘরে বসেই কীভাবে ফেসিয়াল করবেন?
এর জন্য প্রয়োজন ২ চা চামচ কাঁচা দুধ এবং এতে এক চিমটি লবণ। এবার এর পেস্ট তৈরি করে মুখে ভাল করে লাগিয়ে ৫ মিনিট ঘষতে হবে, এরপর মুখ ধুয়ে ফেলতে হবে।ত্বক এক্সফোলিয়েট করতে হবে। এজন্য বেসনের সঙ্গে সামান্য মধু ও পানি মিশিয়ে নিতে হবে। এবং মুখে লাগান।
ফেস প্যাক
এবার দুধে মুলতানি মাটি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে হবে। এই প্যাকটি মুখ থেকে গলা পর্যন্ত জায়গায় ভালো করে লাগাতে হবে। তারপর ১৫ মিনিট রেখে এরপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর মুখে সিরাম বা ময়েশ্চারাইজার লাগায়ে নিতে হবে।