গ্যাস বার্নার পরিষ্কার করার টিপস:
বেকিং সোডা:
এক চামচ বেকিং সোডার সাথে সামান্য লেবুর রস মিশিয়ে আপনার বার্নারে ভালো করে ঘষুন। তারপর গরম পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে ফেললে বার্নার নতুনের মতো হয়ে যাবে।
ভিনেগার:
ভিনেগারে প্রায় আধ ঘন্টা বার্নার ভিজিয়ে রাখুন। তারপর অপ্রয়োজনীয় টুথব্রাশ বা স্ক্রাব দিয়ে ভালো করে ঘষলে বার্নারের ময়লা দূর হয়ে যাবে। দেখতে নতুনের মতো লাগবে।