প্রতিদিন অল্প অল্প করে জল দিন, জলাবদ্ধতা এড়িয়ে চলুন। ১৫ দিন অন্তর গোবর সার বা জৈব সার প্রয়োগ করুন।
কীটপতঙ্গ নিয়ন্ত্রণ
মাসে দুইবার নিম তেল বা বাড়িতে তৈরি কীটনাশক (যেমন রসুন ও মরিচের মিশ্রণ) স্প্রে করুন। বেগুন গাছে প্রায়ই এফিডস ও মিলিবাগের আক্রমণ হয়। হলুদ পাতাগুলো ছিঁড়ে ফেলুন।