ঠান্ডা জলে স্নান : ঘামাচিতে আক্রান্ত ব্যক্তি ঠান্ডা জলে স্নান করলে আরাম পাওয়া যায়।
হলুদ, চন্দন ও নিম : হলুদ, চন্দন ও নিম পাতা সমান পরিমাণে নিয়ে বেটে ঘামাচির জায়গায় লাগিয়ে স্নান করুন।
অ্যালোভেরা : অ্যালোভেরার জেল সাবানের মতো করে মেখে স্নান করলে ঘামাচির সমস্যা কমে যায়।
ভেটিভার পাউডার : ভেটিভার পাউডার স্নানের জলে মিশিয়ে স্নান করলেও ঘামাচি কমে যায়।
সুতির পোশাক : যাদের ঘামাচির সমস্যা আছে তাদের উচিত কড়া রোদ এড়িয়ে যাওয়া। বিশেষ করে ঘাম যাতে কম হয় তার জন্য সুতির পোশাক পরা ভালো।