কড়াইয়ের কঠিন দাগ তোলা অত্যন্ত কঠিন! ১টা লেবুতেই কেল্লাফতে, জেনে নিন উপায়
কড়াইয়ের কঠিন দাগ তোলা অত্যন্ত কঠিন! ১টা লেবুতেই কেল্লাফতে! জেনে নিন উপায়

Utensil Cleaning Tips : রান্নাঘরে ব্যবহৃত কড়াই ও বাসনপত্রে অনেক সময় কঠিন দাগ পড়ে। প্রথম থেকে সঠিকভাবে যত্ন না নিলে এগুলো পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে। আপনার বাড়িতেও যদি কড়াইয়ে কঠিন দাগ থাকে, তাহলে কিছু ঘরোয়া জিনিস দিয়ে সহজেই পরিষ্কার করতে পারেন। সেগুলি কী কী, দেখে নেওয়া যাক।
কড়াইয়ের কঠিন দাগ তোলার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হল গরম জল ও ডিশ ওয়াশ। প্রথমে কড়াইয়ে গরম জল ভরে নিন। এরপর তাতে কয়েক ফোঁটা ডিশ ওয়াশ দিন। সারা রাত এভাবেই রেখে দিন। পরের দিন সকালে স্ক্রাব দিয়ে ভালো করে ঘষে নিন। তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে নিলেই দেখবেন বাসন একেবারে নতুনের মতো হয়ে গেছে।
বেকিং সোডা দিয়ে অনেকভাবে পরিষ্কার করা যায়। কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করতে এটা খুবই উপযোগী। কড়াইয়ের দাগ তুলতে বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার দাগের উপর লাগিয়ে ৩০ মিনিট বা সারা রাত রেখে দিন। তারপর স্ক্রাব দিয়ে ঘষে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে নিন।
লেবু ও লবণ হল প্রাকৃতিক ক্লিনার, যা যেকোনো দাগ তুলতে সাহায্য করে। কড়াইয়ের কঠিন দাগ তুলতে লেবু ও লবণ দিয়ে স্ক্রাব তৈরি করুন। একটি লেবু অর্ধেক করে কেটে নিন, তার একটি অংশে লবণ ছিটিয়ে কড়াইয়ের দাগের উপর ভালো করে ঘষুন। এভাবে ঘষলে দাগ উঠে যাবে। তারপর গরম জল দিয়ে ধুয়ে নিন।
ভিনেগার একটি শক্তিশালী পরিষ্কারক। এটি কড়াইয়ের কঠিন দাগ সহজে তুলতে সাহায্য করে। কড়াইয়ে সমপরিমাণ জল ও ভিনেগার মিশিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। না হলে সারা রাত ভিজিয়ে রাখুন। ভিনেগারের অ্যাসিডিক উপাদান দাগ সহজে তুলে দেবে। স্ক্রাব দিয়ে ভালো করে ঘষে, তারপর গরম জল দিয়ে ধুয়ে নিন।

