গ্রীষ্মকাল, শীতকাল - সব ঋতুতেই অনেকের বাড়িতে মাছির উৎপাত হয়। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা আরও বেড়ে যায়। মাছি ক্ষতিকারক না হলেও, এরা বিভিন্ন রোগ ছড়ায়। খাবারের উপর বা আমাদের গায়ে মাছি বসলে তা খুবই বিরক্তিকর। মাছি বসা খাবার খেলে ফুড পয়জনিং, ডায়রিয়া হতে পারে। তাই বাড়ির মাছি তাড়াতে আমরা অনেক কিছু করলেও কিছুক্ষণ পর আবার মাছি চলে আসে। তাই এখানে কিছু ঘরোয়া টোটকা দেওয়া হল, যা ব্যবহার করলে আর মাছির ভয় থাকবে না।