Lifestyle Hacks: বাড়িতে মাছির উৎপাত? এই টিপস মেনে চললে আর ভয় নেই!

বাড়িতে মাছির উৎপাত? এই টিপস মেনে চললে আর ভয় নেই!

Anulekha Kar | Published : Jan 18, 2025 11:53 PM
14

গ্রীষ্মকাল, শীতকাল - সব ঋতুতেই অনেকের বাড়িতে মাছির উৎপাত হয়। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা আরও বেড়ে যায়। মাছি ক্ষতিকারক না হলেও, এরা বিভিন্ন রোগ ছড়ায়। খাবারের উপর বা আমাদের গায়ে মাছি বসলে তা খুবই বিরক্তিকর। মাছি বসা খাবার খেলে ফুড পয়জনিং, ডায়রিয়া হতে পারে। তাই বাড়ির মাছি তাড়াতে আমরা অনেক কিছু করলেও কিছুক্ষণ পর আবার মাছি চলে আসে। তাই এখানে কিছু ঘরোয়া টোটকা দেওয়া হল, যা ব্যবহার করলে আর মাছির ভয় থাকবে না।

24

কর্পূর:

মাছির কর্পূরের গন্ধ পছন্দ নয়। তাই বাড়িতে মাছির উৎপাত বেশি হলে, কর্পূর জ্বালিয়ে ধোঁয়া ছড়িয়ে দিন। এতে মাছি দূর হবে।

লবণ:

এক গ্লাস পানিতে লবণ মিশিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিন। একটি স্প্রে বোতলে পানিটি ভরে ঘরে স্প্রে করলে মাছি চলে যাবে।

34

ভিনেগার:

মাছির ভিনেগারের গন্ধ পছন্দ নয়। স্প্রে বোতলে ভিনেগার ও ইউক্যালিপটাস তেল মিশিয়ে মাছি আসা জায়গায় স্প্রে করলে মাছি আসবে না।

লবঙ্গ:

একটি আপেল কেটে তার উপর লবঙ্গ লাগিয়ে রাখলে, লবঙ্গের গন্ধে মাছি আসবে না।

44

লেবু:

স্প্রে বোতলে লেবুর রস, লবণ ও পানি মিশিয়ে মাছি আসা জায়গায় স্প্রে করলে মাছি চলে যাবে।

পুদিনা পাতা/ তুলসী পাতা:

পুদিনা পাতা বা তুলসী পাতা বেটে পানিতে মিশিয়ে স্প্রে বোতলে ভরে মাছি আসা জায়গায় স্প্রে করলে মাছি চলে যাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos