ইদ উদ আজাহর আপনার জীবনে এবং আপনার চারপাশের লোকদের জীবনে শান্তি ও সম্প্রীতি আসুক। শুভ বকরি ইদ।- প্রচলিত কাহিনি অনুসারে, ইব্রাবিমকে স্বপ্নে দেখা দিয়েছিলেন আল্লাহ। তিনি তাঁর ছেলে ইসমাইলকে কুরবানি দেওয়ার নির্দেশ দেন। আল্লাহের প্রতি অটল বিশ্বাসে ইব্রাহিম নিজের ছেলেকে কুরবানি দিবেন বলে স্থির করেন। সেই সময় এই উৎসবের শুরু।