নিমেষের মধ্যে কমে যাবে বিদ্যুতের বিল! এক ঝটকায় এনেকটা কমে যাবে ইলেকট্রিক খরচ, জেনে নিন ম্যাজিকাল টিপস

Published : Jul 14, 2024, 11:35 AM ISTUpdated : Jul 14, 2024, 12:32 PM IST
AC Room

সংক্ষিপ্ত

নিমেষের মধ্যে কমে যাবে বিদ্যুতের বিল! এক ঝটকায় কম কারেন্ট পুড়বে, জেনে নিন ম্যাজিকাল টিপস

নিমেষের মধ্যে কমে যাবে বিদ্যুতের বিল! রয়েছে অসাধারণ উপায়। যেভাবে সব কিছুর দাম বাড়ছে সেখানে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

তবে আকর্ষণীয় উপায়ে বিদ্যুতের বিল কমাতে পারেন, জেনে নিন অসাধারণ উপায়। যাদের বাড়িতে একটার বেশি এসি রয়েছে তাদের ১০ হাজার টাকা পর্যন্ত বিল আসছে। এই পরিস্থিতিতে কীভাবে বিদ্যুতের বিল বাঁচাবেন তা অবশ্যই জেনে নিতে হবে।

এসিতে এই পরিবর্তন করতেই হবে-

এসিতে প্রচুর বিল ওঠে। এক্ষেত্রে যে পরিমাণ গরম পড়ছে তাতে ঘণ্টার পর ঘণ্টা এসি চালাতে হচ্ছে। তাতেই আসছে আকাশ ছোঁয়া বিল। সেক্ষেত্রে ইনভার্টার এয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে। এতে খরচ বেশ খানিকটা কমবে।

সিলিং ফ্যাশনের পরিবর্তন করতে হবে- ৭০ থেকে ১২০ ওয়াটের সিলিং ফ্যান পাওয়া গেলেও এখন বাজারে এসেছে বিএলডিসির ফ্যান। এই ফ্যান মাত্র ৩২ ওয়াটের। এই ফ্যানে পুরান ফ্যানের তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ খরচ হয়।

মাইক্রোওয়েভ ব্যবহার করলে অবশ্যই সব সময় মাইক্রোওয়েভের মইন সুইচ বন্ধ করে রাখতে হবে।

ফ্রিজে সঠিক তাপমাত্রা ব্যবহার করুন। এবং ঘন ঘন ফ্রিজ খুলবেন না এতে বিদ্যুৎ অনেকটাই বাঁচবে।

সার্ভিসিং না করে এসি ব্যবহার করবেন না ফিল্টার খারাপ হলে কম্প্রেসার সঠিক ভাবে কাজ করবে না।

এলইডি বাল্ব ব্যবহার- বাড়িতে বিদ্যুৎ খরচ কমাতে টিউব লাইট এবং এলইডি বাল্ব ব্যবহার করতে পারেন এতে বহুলাংশে বিদ্যুৎ খরচ কমে।

 

PREV
click me!

Recommended Stories

সাদা জামা যত্ন করে সাদা ও উজ্জল রাখার কিছু উপায় জানুন, রইল সহজ কিছু টিপস
২০২৫-এর ঘর সাজানোর এই কয়টি ট্রেন্ড সব থেকে বেশি নজর কেড়েছে, জেনে নিন কী কী