ট্যান উধাও হয়ে গিয়ে একেবারে ঝকঝকে হবে ত্বক! মিনিটের মধ্যে উজ্জ্বলতা ফিরিয়ে দেবে বর্ষাকালের এই টিপস

ট্যান উধাও হয়ে গিয়ে একেবারে ঝকঝকে হবে ত্বক! বর্ষাকালের এই টিপস মিনিটের মধ্যে উজ্জ্বলতা ফিরিয়ে দেবে

বর্ষা তো চলেই এল তবে গরমের কারণে ঝলে যাওয়া ট্যান পড়া ত্বকের থেকে কীভাবে মুক্তি পাবেন, তা অবশ্যই জেনে নিতে হবে।

ত্বক বিশেষজ্ঞরা বলছেন, রোদে ঝলসে এলে প্রচুর জল পান করা উচিত। প্রচুর রোদ খেয়ে এলে শরীর ভীষণ ভাবে শুষ্ক হয়ে পড়ে তাই হাইড্রেটেড থাকতে প্রচুর জল পান করতে হবে।

Latest Videos

এ ছাড়া ঠান্ডা জলে স্নান করতে পারেন। এর ফলে ত্বক ঠান্ডা থাকে। ত্বক বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ঠান্ডা জলে স্নান করলে শিঘ্রই বিদায় নেয় রোদে পোড়া ত্বক।

এ ছাড়া ত্বকে সঠিক মশ্চারাইজার ব্যবহার করতে হবে।

ত্বককে ময়শ্চারাইজ করতে ক্রিম, মলম বা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।

রোদে পোড়া থেকে সৃষ্ট প্রদাহ কমাতে চর্মরোগ বিশেষজ্ঞ বলেন, ওটিসি অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ খেতে পারেন।

সবশেষে খেয়াল রাখতে হবে, রোদে পোড়া ভাবের কারণে ত্বকে যেন ফোঁড়া বা পিম্পল জাতীয় সমস্যা না হয়। রোদে পোড়ার পরে ত্বকে যে ফোঁড়া বের হয় তা ত্বককে নিরাময় করতে এবং সংক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে।

ত্বক বিশেষজ্ঞরা জানিয়েছেন, রোদে পোড়া ভাব দূর করতে সবার আগে সান স্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন ব্যবহার করলে আসতে আসতে ত্বকের ট্যান দূর হয়ে যায়।

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral