ঝরঝরিয়ে ঝরবে পেটের বাড়তি মেদ! ভুঁড়ি কমে একেবারে সুঠাম হবে শরীরের গঠন, জেনে নিন জাদুকরী টিপস

Published : Jul 21, 2024, 10:32 PM IST

ঝরঝরিয়ে ঝরবে পেটের বাড়তি মেদ! ভুঁড়ি কমে একেবারে সুঠাম হবে শরীরের গঠন, জেনে নিন জাদুকরী টিপস

PREV
18
পেটের মেদ ঝরাবেন কী করে?

হাজার ডায়েট করলেও সহজে ঝরানো যায় না পেটের মেদ। এক্ষেত্রে রয়েছে এমন এক জাদুকরী টিপস যা ঝরঝরিয়ে পেটের মেদ ঝরাবে।

28
পেটের মেদ ঝরাবেন কী করে?

সারাদিনে ২ তিন বার উষ্ণ জল পান করুন। এতে মেটাবলিজম ঠিক থাকে।

38
পেটের মেদ ঝরাবেন কী করে?

তৈলাক্ত খাবার একেবারেই বাদ দিতে হবে। একেবারেই খাওয়া চলবে না।

48
পেটের মেদ ঝরাবেন কী করে?

দিনে অন্ত ৩০ মিনিট হাঁটলে ভালো ফল পাবেন। তাই রোজ আধ ঘণ্টা করে হাটার চেষ্টা করুন।

58
পেটের মেদ ঝরাবেন কী করে?

পেট ভর্তি সবজি খান। খাবার প্লেট থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়ে সবজি খেতে হবে।

68
পেটের মেদ ঝরাবেন কী করে?

মদ্যপান করা থেতে একেবারেই বিরত থাকুন। মদ্যপান করলে ভুঁড়ি বাড়ে।

78
পেটের মেদ ঝরাবেন কী করে?

জিরে ভিজান জল খেলে পেটের মেদ ঝটপট ঝরে যায়।

88
পেটের মেদ ঝরাবেন কী করে?

দিনে ৮ থেকে ৯ ঘণ্টা না ঘুমালে ওজন বাড়ার সমস্যা দেখা দেয়।

click me!

Recommended Stories