আজ রাতে কেন ৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে চন্দ্রগ্রহণ? ছবিতে দেখুন ৩টি কারণ

Published : Sep 07, 2025, 03:09 PM IST

বছরের শেষ চন্দ্রগ্রহণ শুরু হবে আজ রাতে। চলবে কাল পর্যন্ত। ভারত-সব পৃথিবীর একাধিক দেশ থেকে দেখা যাবে চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ। এবার দীর্ঘ সময় ধরে চলবে চন্দ্রগ্রহণ। ছবিতে দেখুন কারণগুলি। 

PREV
15
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

বছরের শেষ চন্দ্রগ্রহণ শুরু হবে আজ রাতে। চলবে কাল পর্যন্ত। ভারত-সব পৃথিবীর একাধিক দেশ থেকে দেখা যাবে চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ। এবার দীর্ঘ সময় ধরে চলবে চন্দ্রগ্রহণ। খাতায় কমলে জ্য়োতির্বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী ভারত থেকে প্রায় ৮২ মিনিট ধরে দেখা যাবে চন্দ্রগ্রহণ। কিন্তু কেন এত দীর্ঘ সময় ধরে চলবে চন্দ্রগ্রহণ?

25
চন্দ্রগ্রহণের সময়

ভারতীয় সময় অনুযায়ী চন্দ্র গ্রহণ দেখা যাবে ৭ সেপ্টেম্বর অর্থাৎ আজ, রবিবার রাত ১১টা থেকে কাল, সোমবার ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত। ৮২ মিনিট ধরে দেখা যাবে গ্রহণ। তবে গ্রহণ চলবে আরও বেশি সময় ধরে, প্রায় ৫ ঘণ্টা ২৭ মিনিট ধরে কিন্তু কেন? তারই ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা।

গ্রিনিট মান মন্দিরের সময় অনুযায়ী ৭ সেপ্টেম্বর বিকেল ৩টে ২৫ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। ভারতে তখন সময় হবে রাত ৮টা ৫৮ মিনিট। গ্রিনিচ মান মন্দিরের হিসেব অনুযায়ী গ্রহণ শেষ হবে ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৫ মিনিট। ভারতে তখন সময় হবে ৮ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিট। গ্রহণ চলবে ৫ ঘণ্টা ২৭ মিনিট ধরে।

35
দীর্ঘ সময় চন্দ্রগ্রহণের কারণ

বহু বছরই এত দীর্ঘ সময় ধরে চন্দ্রগ্রহণ দেখা যায়নি। বিজ্ঞানীরা তিনটি কারণ বলেছেন,

প্রথমত-নিঁখুত এক মহাজাগতিক সরল রেখায় থাকবে পৃথিবী, চাঁদ ও সূর্য। দীর্ঘ সময় ধরেই গ্রহণ চলার অন্যতম কারণ সেটি।

দ্বিতীয়ত- চাঁদের কক্ষপথে যে বিন্দুটি পৃথিবী থেকে সবথেকে দূরে রয়েছে রবিবার রাতে তার কাছাকাছি থাকবে চাঁদ। সেই কারমে ধীরে ধীরে প্রদক্ষিণ করবে পৃথিবীকে। তাই পৃথিবীর ছায়া অতিক্রম করতে তুলনামূলকভাবে বেশি সময় লাগবে।

তৃতীয় কারণ- পৃথিবীর প্রচ্ছায়ার ঠিক মধ্যভাগ দিয়ে যাবে চাঁদ। সেই কারণে দীর্ঘ সময় ধরে চলবে গ্রহণের প্রক্রিয়া।

45
লাল চাঁদ

এবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় গাঢ় লাল রঙের দেখাবে চাঁদতে। তাই সেই সময় চাঁদকে বলা হয় রক্তচাঁদ বা লাল চাঁদ , ইংরেজিতে ব্লাডমুন। রবিবার ভারত থেকে প্রায় ৮২ মিনিট ধরে দেখা যাবে রেডমুন।

55
কোথা থেকে দেখা যাবে চন্দ্রগ্রগণ?

এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে গ্রহণ। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দ্রাবাদ , চণ্ডীগড়ের আকাশে মেঘ না থাকবে স্পষ্ট দেখা যাবে গ্রহণ।

Read more Photos on
click me!

Recommended Stories