সাবধান! আপনার বহু ব্যক্তিগত তথ্যই জানে গুগল, প্রতিবেশীর মতো গোপনে নজর রাখে আপনার উপর

সাবধান! আপনার বহু ব্যক্তিগত তথ্যই জানে গুগল, প্রতিবেশীর মতো গোপনে নজর রাখে আপনার উপর

Anulekha Kar | Published : Aug 29, 2024 5:20 AM IST

যে কোনও প্রশ্নের একটাই উত্তর ' গুগল'। কী এক অসাধারণ আবিষ্কার যেন বদলে দিয়েছে মানুষের জীবন। প্রযুক্তির এক অভূতপূর্ব সৃষ্টি হল গুগল। যেকোনও প্রশ্নের উত্তর রয়েছে এর কাছে। সারা বিশ্বের সমস্ত তথ্য যেন নিমেষের মধ্যে চলে আসে চোখের সামনে। সার্চ করলে সহজেই মিলে যায় যেকেনও প্রশ্নের সহজ সমাধান।

তবে আপনারও অনেক ব্যক্তিগত তথ্য জেনে রাখছে গুগল। অজান্তেই নিজের অনেক ব্যক্তিগত তথ্য গুগলকে দিয়ে ফেলছেন আপনি। আসুন জেনে নেওয়া যাক আপনার ঠিক কতোটা খবর রাখে আপনার সাধের সার্চিং সাইট।

Latest Videos

জানলে অবাক হবেন, আজ পর্যন্ত আপনি যা যা সার্চ করেছেন তার সমস্ত ডেটাই সংগ্রহ করে রেখেছে এই সাইট। সার্চ হিস্ট্রি ডিলিট করেও লাভ হয়নি।

এ ছাড়া আপনি যা যা সার্চ করেছেন সেদিকে খেয়াল রেখে আপনার মনের অবস্থাও পড়ে নিতে পারে গুগল। এ ছাড়া কোন গান পছন্দ আপনার বা কোন সিনেমা প্রিয় সবই খবর রেখেছ।

এ ছাড়াও ঠিক কেমন পোশাক পরতে ভালবাসেন তাও জানে গুগল, তাই যে কোনও সাইটে গেলে সেই ধরণের পোশাকের বিজ্ঞাপন উঠে আসে। এ ছাড়াও আপনার যাতায়াতের সমস্ত খবর রাখে এই সাইট।

 

                            আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'একটা ঢপবাজ! শুধু কান নয়, মাথাকে টেনে নামাতে হবে ১৪ তলা থেকে' | Dilip Ghosh Latest News | RG Kar
'বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী, মুখের কথায় নয়, আগে করে দেখান' সাফ কথা জুনিয়র ডাক্তারদের | RG Kar Protest
'পুজো হবে, উৎসব নয়' মমতাকে হুঁশিয়ারি দিয়ে আর যা বলে দিলেন দেবশ্রী | Debasree Chaudhuri | RG Kar News
RG Kar News Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি
'অভিশাপে এরা গলে গলে মরবে' শুভেন্দুর আগুন ঝরানো ভাষণ | RG Kar Protest