Happy Holi Wishes 2025: এমন রঙিন দিনে সকলকে জানান হোলির শুভেচ্ছা! রইল ছবি-সহ সেরা ১০ বার্তা

Published : Mar 13, 2025, 05:29 PM IST

ছোট থেকে বড় এদিন যেন সকলের কাছে এক অপার সুখ সাগরে ভেসে যাওয়ার এক মধুর ক্ষণ। তাই সব কিছু ভুলে আপনজনদের পাঠান দোলের শুভেচ্ছা বার্তা। 

PREV
110

তোমার ছোঁয়ায় আমার জীবন হয়ে উঠেছে রঙীন। তাই আজকে রঙের উৎসবে তোমাকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এমনই রঙিন থাক আমাদের প্রতিটি দিন।

210

তোমাকেই প্রথম রঙ দিতে চাই। তোমাকে দিয়েই শুরু হবে আমার দোল খেলা। অপেক্ষায় রইলাম... দোল উৎসবের শুভেচ্ছা।

310

তুমি ও তোমার পরিবারের সকলের জন্য রইল দোলের অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে কামনা করি পরিবারকে সঙ্গে নিয়েই তোমার জীবন হয়ে উঠুক আরও রঙিন।

410

রামধনুর মতো রঙিন হোক তোমার প্রতিটি দিন। আজে আনন্দের রঙে ভেসে যাক তোমার এই প্রিয় উৎসব। ভালো থেকো সুস্থ থেকো। জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা।

510

দোল উৎসবের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমার মনের রঙীন পাতায় চিরকাল অমলিন থাক আমাদের বন্ধুত্ব। বসন্তের ছোঁয়ায় আমাদের মন থাক চির সবুজ। হ্যাপি হোলি

610

দোল উৎসবের অনেক শুভেচ্ছা। সমস্ত কিছু ভুলে আজে রঙের আনন্দে মেতে ওঠো। তোমার জীবন হয়ে উঠুক অনেক রঙীন। শুভ দোল উৎসব।

710

ছোট থেকে বড় এদিন যেন সকলের কাছে এক অপার সুখ সাগরে ভেসে যাওয়ার এক মধুর ক্ষণ। তাই সব কিছু ভুলে আপনজনদের পাঠান দোলের শুভেচ্ছা বার্তা।

810

বসন্ত উৎসব উপলক্ষে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি দোলের প্রতিটি রঙ এর মতো তোমার জীবনের প্রতিটি দিন আরও রঙিন হয়ে উঠুক। তোমার দোল এবং বসন্ত উৎসব কাটুক আনন্দে।

910

নানা ভাষা নানা মত নানা পরিধান। তবু বিবিধের মাঝে দোলের মাহাত্ম্য কিন্তু মিলনে। তাই দূরে থাকলেও আজ মনে মনে রঙ দিলাম তোমায়। জানাই দোল উৎসবের আন্তরিক শুঙেচ্ছা। ভালো থেকো বন্ধু।

1010

আবিরের রঙ যাই থাক, আমার দেওয়া প্রথম আবিরের রঙ লালই হবে, অপেক্ষায় থেকো প্রিয়- Happy Holi

click me!

Recommended Stories