ডেভ হ্যানের মতে, (যিনি ১৫ বার এভারেস্টে উঠেছেন), এই শব্দটি এভারেস্ট থেকে অনেক দূরে শোনা যায়। এটা একটা অদ্ভুত ধরনের আওয়াজ। কখনও কখনও নতুন পর্বতারোহীরা এই আওয়াজ শুনে ভয় পায়, কারণ তারা এই ধরনের শব্দ শুনতে অভ্যস্ত নয়। তবে এবার এই রহস্যের উন্মোচন করলেন বিজ্ঞানীরা।