নতুন বছরে কাছের মানুষকে শুভেচ্ছা জানান নতুন ভাবে, রইল দশটি ভিন্ন ভাষায় নববর্ষের শুভেচ্ছাবার্তা

এবার আর পুরনো ধ্যান ধারণা নয়। নতুন বছরে কাছের মানুষকে শুভেচ্ছা জানান একেবারে অভিনব ভাবে। আপনার জন্য রইল ১০টি ভিন্ন ভাষায় নববর্ষের শুভেচ্ছাবার্তা।

আর মাত্র একদিনের অপেক্ষা। ২০২২ পেরিয়ে নতুন বছরে পা দিতে চলেছি আর একদিন পরেই। গত বছরের যন্ত্রণা, ক্ষোভ, দুঃখ, গ্লানি সবকিছুকে পেছনে ফেলে নতুন বছরে নতুন আশার আলো নিয়ে নতুন শুভারম্ভের জন্য অপেক্ষা করে আছে সকলেই। ইতিমধ্যেই ২০২২-কে বিদায় জানাতে প্রস্তুত সকলে। বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে গোটা বিশ্ব। শীতের আমেজের মধ্যে কেউ বর্ষবরণের পার্টিতে, কেউ আবার ব্যস্ত বছর শেষে ছুটি কাটাতে। বছরের এই সময়টা সারাবছরের ব্যস্ততা ভুলে নতুন বছরের আনন্দে মেতে ওঠার সময়। পরিবারকে নিয়ে উৎসবের আমেযেঁ মেতে উঠেছে গোটা বিশ্ব।

তবে বছরশেষেও চোখ রাঙাচ্ছে কোভিড আতঙ্ক। এই বছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হলেও চিন-সহ বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে তা আরও একবার মানুষের মনে ভয়ের সঞ্চার করেছে। তাই সকলকে সতর্কভাবে আনন্দ করার পরামর্শ দিচ্ছে সরকার। তবে কোভিড বিধি মেনেও নতুন বছরের আনন্দ তো কম হয়ে না। বিশেষত যখন প্রিয় মানুষকে শুভেচ্ছা জানানোর কথা আসে, তখন সকলেই তা আরও একটু বিশেষ করে তুলতে চান। তাই এবার আর পুরনো ধ্যান ধারণা নয়। নতুন বছরে কাছের মানুষকে শুভেচ্ছা জানান একেবারে অভিনব ভাবে। আপনার জন্য রইল ১০টি ভিন্ন ভাষায় নববর্ষের শুভেচ্ছাবার্তা।

Latest Videos

  1. হিন্দি - नव वर्ष की शुभकामनाएँ
  2.  ফ্রেঞ্চ - Bonne Année 
  3. স্প্যানিশ - Feliz Año Nuevo 
  4. পর্তুগিজ - Feliz Ano Novo 
  5. জার্মান - Frohes Neues Jahr 
  6. আইরিশ - Athbhliain faoi mhaise daoibh
  7. সোমালি - Sanad wanaagsan 
  8. ইতালিয়ান - Buon anno 
  9. ডাচ - Gelukkig nieuwjaar 
  10. অ্যালবানিয়ান - Gezuar vitin e ri

 

আরও পড়ুন - 

শীতকালের এই ফল খেলেই বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, রক্তচাপ থাকবে নিয়ন্ত্রণে

নতুন বছরে মনের মানুষকে দিতে পারেন এমন উপহার, দ্বিগুণ হবে আপনাদের ভালোবাসা

ক্লান্ত শরীরের জন্য ম্যাজিক টিপস, রাতে শোবার আগে চুমুক দিন এই পানীয়তে

Share this article
click me!

Latest Videos

জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি
'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
TMC News : অখিল গিরিকে দেখে 'চোর-চোর' স্লোগান তৃণমূলের অপর গোষ্ঠীর | Bangla News
স্যালাইন কাণ্ড নিয়ে Suvendu-র স্বাস্থ্যভবন অভিযানে বাঁধা, ক্ষোভ উগরে Mamata-কে ধুয়ে যা বললেন