সংক্ষিপ্ত

নতুন বছরে উপহার আদান প্রদানের চল রয়েছে। এই সময় অনেকেই মনের মানুষকে উপহার দিয়ে থাকেন। এবার নতুন বছরে মনের মানিষকে এমন উপকার দিন যাতে দ্বিগুণ হবে আপনার প্রেমের রঙ।

আর মাত্র দুটো দিনেক অপেক্ষা। তারপরই নতুন বছরকে স্বাগত জানানোর পালা। পুরনো সকল দুঃখ ভুলে নতুন করে জীবন চলার শপথ নেবেন সকলে। এই সকলে প্রস্তুতি নিচ্ছেন নতুন বছরকে স্বাগত জানানোর। নতুন বছরে উপহার আদান প্রদানের চল রয়েছে। এই সময় অনেকেই মনের মানুষকে উপহার দিয়ে থাকেন। এবার নতুন বছরে মনের মানিষকে এমন উপকার দিন যাতে দ্বিগুণ হবে আপনার প্রেমের রঙ।

স্মার্ট ওয়াচ দিতে পারেন আপনার মনের মানুষকে। বর্তমানে স্মার্ট ওয়াচ পরার চল বেশ দেখা যাচ্ছে। এটি এখন ফ্যাশনে ইন। সঙ্গীকে এমন উপহার দিতে পারেন নতুন বছরে।

মনের মানুষের জন্য চকোলেট কিনে নিন। আর তা সুসজ্জিত বাক্সে ভরে উপহার দিন। আপনার দেওয়া চকোলেট আরও মিষ্টি করে তুলবে আপনাদের সম্পর্ক। চকোলেট উপহার দেওয়ার ব্যাপারে সেরা অপশন।

ড্রাই ফ্রুটস উপহার দিতে পারেন। বিভিন্ন সুসজ্জিত বক্সে ড্রাই ফ্রুটস পাওয়া যায়। পছন্দসই কিনে নিন। এমন উপহার দিন মনের মানুষকে। শীতের মরশুমে উপহার দেওয়ার ক্ষেত্রে ড্রাই ফ্রুটস সেরা অপশন হতে পারে।

কী দেবেন ঠিক করে উঠতে না পারলে গিফট কুপন দিয়ে নিন। সে নিজের পছন্দ মতো জিনিস কিনে নেবে। মেনে চলুন এই বিশেষ টিপল। ভালোবাসার মানুষকে গিফট কুপন উপহার দিতে পারেন।

গাছ বা কফি মগ উপহার দেওয়া চলে। গাছ উপহার দিলে তা বেশ আকর্ষণীয় হবে। উপহার দেওয়ার জন্য বিশেষ গাছ পাওয়া যায়। তা কিনে ফেলুন। অথবা কফি মগ দিতে পারেন। আপনাদের দুজনের ছবি প্রিন্ট করা কফি মগ দিতে পারেন। তেমনই দিতে পারেন ফোটো ফ্রেম। আপনাদের ছবি ল্যামিনেট করে উপহার দিন মনের মানুষকে। চাইলে ডিজিটাল ফোটোফ্রেম উপহার দিন।

তেমনই দিতে পারেন পোশাক। মনের মানুষের পছন্দ মতো পোশাক কিনে নিন। তা উপহার দিন। তেমনই দিতে পারেন ব্যাগ। বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ পাওয়া যায়। পছন্দসই এমন জিনিস উপহার দিন। তাছাড়া দিতে পারেন নানান শো পিস। নিউ ইয়ারের বিশেষ শো পিস পাওয়া যায়। পছন্দসই কিনে নিন। এমন শো পিস একদিকে নতুন বছরের কথা মনে করাবে তেমনই আপনার মনের অনুভূতির প্রকাশ করবে। মেনে চলুন এই বিশেষ টিপস। নতুন বছরে ভালোবাসার মানুষকে দিতে পারেন এমন সকল উপহারের মধ্যে একটি।

 

আরও পড়ুন-

তুন বছরে এই কয়টি অভ্যেস রপ্ত করুন, বজায় থাকবে সুস্বাস্থ্য, জেনে নিন কীভাবে

খাদ্যতালিকায় আনুন বদল, বাদ দিন এই পাঁচটি খাবার, দ্রুত দূর হবে প্রদাহজনিত সমস্যা

শীতের মরশুমে বেড়ে চলেছে হার্ট অ্যাটাকের ঘটনা, সুস্থ থাকতে মেনে চলুন বিশেষ টিপস