৭০ বছর বয়সে সুস্থতা: কতক্ষণ হাঁটা উচিত?: হাঁটাচলা ছোট থেকে বড় সবার জন্য উপকারী। যে কেউ যেকোনো জায়গায় হাঁটা শুরু করতে পারেন। হাঁটাচলা হল কোনও সরঞ্জাম ছাড়াই সহজেই করা যায় এমন একটি কার্ডিও ব্যায়াম। তাই বয়স্কদের প্রতিদিন হাঁটতে বলেন চিকিৎসকরা। এই পোস্টে ৭০ বছর বয়সে কতক্ষণ হাঁটলে স্বাস্থ্যের উন্নতি হয় তা জানবো।