সিল্কের শাড়ি থেকে চা এর দাগ দূর করার উপায় : অনেক মহিলারাই সিল্কের শাড়ি পছন্দ করেন। উৎসব, বিশেষ দিনে সিল্কের শাড়ি পরা আলাদা সৌন্দর্য বয়ে আনে। কিন্তু কখনও কখনও অজান্তেই সিল্কের শাড়িতে চা বা কফির দাগ লাগে। তখন মনে হয় এই শাড়ি আর পরা যাবে না। আপনাদের চিন্তার কোন কারণ নেই। হ্যাঁ, সিল্কের শাড়িতে লাগা চা এর দাগ খুব সহজেই, শাড়ির কোন ক্ষতি না করে কিভাবে দূর করবেন, এই পোস্টে জানুন।