কেন পালিত হয় প্রপোজ ডে, জেনে নিন এই বিশেষ দিনে কেমনভাবে শুভেচ্ছা জানাবেন

আজ মনের কথা সঙ্গীকে জানানোর পালা। আজকের এই দিনটির রয়েছে বিশেষ তাৎপর্য। এই দিন মনের কথা জানিয়ে থাকেন সকলে।

শুরু হয়ে গিয়েছে ভালোবাসার সপ্তাহ। রোজ ডে দিয়ে শুরু হয় এই সপ্তাহ। একে একে চকোলেট ডে, টেডি ডে, কিস ডে-র পর আসে ভ্যালেন্টাইন্স ডে। আজ ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন। পালিত হচ্ছে প্রপোজ ডে। আজ মনের কথা সঙ্গীকে জানানোর পালা। আজকের এই দিনটির রয়েছে বিশেষ তাৎপর্য। এই দিন মনের কথা জানিয়ে থাকেন সকলে।

প্রপোজ ডে-র ইতিহাস

Latest Videos

প্রপোজ ডে ভ্যালেন্টাইন সপ্তাহ উদযাপনের একটি অংশ হিসেবে শুরু হয়েছিল বলে বিশ্বাস করা হয়। যা বহু শতাব্দী ধরে পালন করা হয়ে আসছে। ভ্যালেন্টাইন সপ্তাহ উদযাপন মূলক পশ্চিম দেশগুলোতে শুরু হয়েছিল। তারপর থেকে বিশ্বের সমস্ত দেশে দিনটি পালন শুরু হয়।

বিশ্বাস করা হয়, ১৪৭৭ সালে অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলিয়ান একটি হীরের আংটি দিয়ে বারগান্ডির মেরিকে ভালোবাসার প্রস্তাব জানিয়েছিলেন। ১৮১৬ সালে তার হবু স্বামীর সঙ্গে প্রিন্সেস শার্লটের বাগদান নিয়ে আলোচনা হয়। এর পর থেকে ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিনটি প্রপোজ ডে হিসেবে পালন করা শুরু হয়।

প্রপোজ ডে-র শুভেচ্ছা

প্রপোজ ডে-র দিন পছন্দের মানুষকে পাঠান শুভেচ্ছা বার্তা। একেবারে ভিন্ন ভাবে শুরু করুন দিনটি। দেখে নিন কেমন বার্তা পাঠাবেন।

আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসতে চাই, তুমি কি সেই অধিকার আমাকে দেবে?

তুমি আমার শুরু, তুমি আমার শেষ, তুমি আমার ভালোবাসার

সুখের যত রেশ। শুভ হোক প্রপোজ ডে।

নতুন কিছু চাইনা তোমাক কাছে, শুভ চাই তোমাকে সারাজীবন পাশে রাখতে। হ্যাপি প্রপোজ ডে।

তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে আরও তোমার কাছে নিয়ে যায়। হ্যাপি প্রপোজ ডে।

আমি হয়তো তোমার প্রথম প্রেম, প্রথম চুম্বন বা প্রথম আলিঙ্গন নয়। কিন্তু, আমি তোমার শেষ ভালোবাসা হতে চাই। হ্যাপি প্রপোজ ডে।

আমি আমার জীবনকে ভালোবাসি, কারণ এটি তোমাকে ভালোবাসি। কারণ তুমিই আমার জীবন। হ্যাপি প্রপোজ ডে।

জানিনা তোমাকে কতটুকু ভালোবাসি, তবে তোমাকে ভুলতে পারবো না এইটা আমি ভাল করেই জানি প্রিয়। হ্যাপি প্রপোজ ডে।

তোমাকে যতবার দেখি, ঠিক ততবারই তোমার প্রেমে পরে যাই। তোমাকে নতুন করে ভালোবাসতে ইচ্ছা হয়। হ্যাপি প্রপোজ ডে।

ফুলের প্রয়োজন সূর্যের আলো, ভোরের প্রয়োজন শিশর, আর আমার প্রয়োজন তুমি, আমি তোমাকে ভালোবাসি। হ্যাপি প্রপোজ ডে। 

 

আরও পড়ুন

চুলের রং কি তিনদিনও স্থায়ী হয় না? এই টিপস সাদা চুল চট করে ফিরতে দেবে না 

ইয়ার বাডস দিয়ে কান পরিষ্কার করতে গিয়ে ঘটতে পারে বড় বিপত্তি, জেনে নিন সঠিক উপায়

মেদ ঝরানো থেকে কোষ্ঠকাঠিন্য সারাতে চিয়া সিডস দারুণ উপকারী, জানুন কী করে খাবেন এটি

 

 

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও