আরশোলা তাড়াতে আর বাজারে কেনা স্প্রে নয়! এই উপাদান ঘরে রাখলে আর ধারে কাছে ঘেঁষবে না এই পোকা

আরশোলা তাড়াতে আর বাজারে কেনা স্প্রে নয়! এই উপাদান ঘরে রাখলে আর ধারে কাছে ঘেঁষবে না এই পোকা

Anulekha Kar | Published : Jun 11, 2024 5:34 PM IST

ঘরের আনাচে কানাচে লুকিয়ে থাকা আরশোলার থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না? অন্ধকার হলেই আনাগোনা বাড়ে এই ছোট্ট পোকাটির। দেখলেই গা ঘিনিয়ে ওঠে। কিন্তু কীভাবে মুক্তি পাবেন এই পোকার থেকে? আসুন জেনে নেওয়া যাক,

বেকিং সোডা কাজ করবে- আরশোলা থেকে মুক্তি পেতে বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। যে সব জায়গায় আরশোলা থাকতে পারে সেখানে বেকিং সোডা ছিটিয়ে দিন। কিছুক্ষণ পরেই বেরিয়ে আসবে এবং মারা যেতে শুরু করবে। বেকিং সোডা জলে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে তারপর এই জল আরশোলার উপর ছিটিয়েও দেওয়া যেতে পারে।

তেজপাতা- ঘরের আনাচে কানাচে তেজপাতা রেখে দিন। তেজপাতার গন্ধে নিমেষে পালিয়ে যাবে আরশোলা।

নিম- নিম তেল, নিম পাতা বা নিম পাউডার ব্যবহার করা যেতে পারে। জলে নিম তেল দিন এবং এই জল একটি স্প্রে বোতলে ভরে নিন। এবার এটি আরশোলার গায়ে স্প্রে করুন। এতে তাড়াতাড়ি এই পোকা থেকে নিস্তার পাওয়া যাবে।

পেঁয়াজ ও রসুন- পেঁয়াজ ও রসুন বাটার সঙ্গে গোলমরিচের গুঁড়া মিশিয়ে তাতে জল দিন। এই তরলটি আরশোলার গায়ে ছিটিয়ে দিলেই নিমেষের মধ্যে পালিয়ে যাবে আরশোলা।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Daily Horoscope Live: ১৫ জুন শনিবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা
Suvendu Adhikari : ভয়ানক অভিযোগ! শুভেন্দুর সামনেই কেঁদে ফেললেন এই মহিলা! কেন, দেখুন
Sukanta Majumdar | 'ব্রাত্যর ফ্ল্যাট থেকে পার্থর থেকে বেশি টাকা পাওয়া যেত' কেন এমন বললেন সুকান্ত?
Sukanta Majumdar BJP | 'পুলিশও তৃণমূলের সঙ্গে মিশে লুটপাট চালিয়েছে' বিস্ফোরক অভিযোগ সুকান্তর
Jalpaiguri : বজ্রবিদ্যুৎ-সহ একটানা ভারি বৃষ্টি জলপাইগুড়িতে! জল বাড়ছে Teesta-এ, জারি হলুদ সতর্কতা!