কেন কেউ কোথাও যাওয়ার সময় ‘টাটা’ বলা হয় জানেন? এই শব্দের পেছনে কী রহস্য আছে, জানলে চমকে যাবেন

Published : Jun 06, 2024, 10:31 PM IST
Bye

সংক্ষিপ্ত

কেন কেউ কোথাও যাওয়ার সময় ‘টাটা’ বলা হয়? এই শব্দের রহস্য জানলে চোখ কপালে উঠবে 

কাউকে বিদায় জানানোর সময় সবার আগে বলি 'টাটা'। কিন্তু কেন 'টাটা' কথাটি বলি তা ভেবে দেখেছেন? কোথা থেকে বা কবে সূত্রপাত হল এই শব্দের? শিশুরাও সবে সবে কথা শিখলে সবার আগে শেখে এই শব্দটি। তবে এর অর্থ জানেন না অনেকেই।

তবে কোথা থেকে এই শব্দের সৃষ্টি হয়েছে তার নির্দিষ্ট কোনও তথ্য এখনও সেভাবে পাওয়া যায়নি। কিন্তু ‘Quora’-র এক ইউজার এর অর্থ জানতে চাইলে তা থেকে জানা গিয়েছে বেশ কিছু অজানা তথ্য। যেমন এক নেটিজেন জানিয়েছেন লোকমুখেই এই শব্দের প্রথম প্রচলন হয়। তবে এর কোনও বিশেষ অর্থ নেই। আবার আরও এক নেটিজেন বলেছেন আদপেও এটি কোনও শব্দ নয় বরং এটি একটি অপবাদ।

'টাটা' শব্দটি কোনও আঞ্চলিক ভাষা থেকে উঠে আসতে পারে। আবার অনেকে বলেছেন ব্রিটিশরা ভারতীয় মহিলাদের এই ডাকে ডাকতেন। তবে এই তথ্য কতটা সঠিক তা জানা নেই। এই শব্দটি উর্দু ভাষা থেকেও উঠে আসতে পারে। যার অর্থ হল আবার দেখা হবে' বা 'বিদায়'। তবে ১৮২৩ সাল নাগাদ এই শব্দ প্রথম ব্যবহার করা হয় বলে অনুমান করা যেতে পারে।

                 আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

৬০ সেকেন্ডের কম সময়ে মন ভালো করে দেওয়া অভ্যাসগুলি জানেন?
আজ বিশ্ব মানবাধিকার দিবস, প্রতিটি অধিকার রক্ষা করা প্রয়োজন