টানা ৭ দিন এই কাজ করলেই জীবনে টাকার বন্যা হবে! চোখের নিমেষে মিটে যাবে আটকে থাকা কাজ

Published : Oct 03, 2024, 11:54 AM IST

টানা ৭ দিন এই কাজ করলেই জীবনে টাকার বন্যা হবে! চোখের নিমেষে মিটে যাবে আটকে থাকা কাজ

PREV
19
টানা ৭ দিন এই কাজ করলেই জীবনে টাকার বন্যা হবে!

অর্থবান হতে গেলে পরিশ্রমের পাশাপাশি বাস্তুর নিয়ম মানাও গুরুত্বপূর্ণ। যাদের প্রচুর অর্থ রয়েছে তাঁদের বাস্তুতে পা দিলেই একটি পজিটিভ এনার্জি বুঝতে পারা যায়।

29
টানা ৭ দিন এই কাজ করলেই জীবনে টাকার বন্যা হবে!

অর্থা লাভের জন্য সকালে ঘুম থেকে উঠেই ঘর পরিষ্কার করতে হবে। যেমন ঝাঁটা দেওয়া, মোছা। ঘর যেন অপরিষ্কার না থাকে।

39
টানা ৭ দিন এই কাজ করলেই জীবনে টাকার বন্যা হবে!

ঘর থেকে দুর্ঘন্ধ বেরলে সেই ঘরে কখনও লক্ষ্মীর স্থান হয় না। তাই ঘরে সুগন্ধী ব্যবহার করুন। চাইলে ধূনো দিতে পারেন। 

49
টানা ৭ দিন এই কাজ করলেই জীবনে টাকার বন্যা হবে!

অপরিষ্কার জামা কাপড়ের স্তূপ ঘরে জমিয়ে রাখবেন না। এই অভ্যায় বাস্তুর জন্য অত্যন্ত খারাপ। বাসি জামা কাপড় যত তাড়াতাড়ি সম্ভব কেচে ফেলুন।

59
টানা ৭ দিন এই কাজ করলেই জীবনে টাকার বন্যা হবে!

ঘরের যেখানে সেখানে জিনিসপত্র ছড়িয়ে রাখবেন না এতে হয়ে যাওয়া কাজেও বাধা আসতে পারে। 

69
টানা ৭ দিন এই কাজ করলেই জীবনে টাকার বন্যা হবে!

সদর দরজার সামনে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এতে লক্ষ্মীর বাস হয়। এবং কোনও কাজে গেলে তা সফল হয়।

79
টানা ৭ দিন এই কাজ করলেই জীবনে টাকার বন্যা হবে!

সব থেকে গুরুত্বপূর্ণ হল ম্যানিফেস্টেশন। এর জন্য দিনের যেকোনও সময় চোখ বন্ধ করে নিজের সাফল্যতার কথা কল্পনা করুন। এতে লক্ষ্য পূরণ করা সম্ভব হয়।

89
টানা ৭ দিন এই কাজ করলেই জীবনে টাকার বন্যা হবে!

কোথাও বেরনোর আগে ঘরে ঝাঁটা, মোছা দিয়ে ফেলুন। অপরিষ্কার ঘর থেকে না বেরোনই ভাল। 

99
টানা ৭ দিন এই কাজ করলেই জীবনে টাকার বন্যা হবে!

ঘরের রান্নাঘর কিন্তু টাকা আসার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ স্থান। বাস্তুমতে রান্নাঘরের নিয়মের উপরে গৃহের সমৃদ্ধি নির্ভর করে। তাই কখনই রান্নাঘরে এঁটো বাসন জমিয়ে রাখবেন না। 

click me!

Recommended Stories