এই দীপাবলির আগেই মালামাল হয়ে যেতে পারেন সরকারি কর্মীরা। পুজোর পরে এক ধাক্কায় বাড়বে অনেকগুলো টাকা।
28
দীপাবলির আগে ফের মালমাল হয়ে যাবেন সরকারি কর্মীরা!
বহুদিন ধরেই ডিএ-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার পুজোর আগেই সু-খবর পেতে চলেছেন তাঁরা।
38
দীপাবলির আগে ফের মালমাল হয়ে যাবেন সরকারি কর্মীরা!
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দীপাবলির আগে একটি গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা হল মহার্ঘ ভাতা (ডিএ) এর সম্ভাব্য বৃদ্ধি।
48
দীপাবলির আগে ফের মালমাল হয়ে যাবেন সরকারি কর্মীরা!
২০২৪ সালের মার্চ মাসে ঘোষিত ৪% বৃদ্ধির পরে বর্তমানে ডিএ মূল বেতনের ৫০% দাঁড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী, সরকার দ্বিবার্ষিক পর্যালোচনার প্রবণতা অব্যাহত রেখে আরও ৩-৪% ডিএ বাড়াতে পারে।
58
দীপাবলির আগে ফের মালমাল হয়ে যাবেন সরকারি কর্মীরা!
তবে এই ডিএ মূলত জানুয়ারি এবং জুলাই মাসে ঘোষণা করা হয়। কিন্তু এই পুজোর আগেই সুখবর পেতে পারেন কেন্দ্রীয়া সরকারি কর্মীরা।
68
দীপাবলির আগে ফের মালমাল হয়ে যাবেন সরকারি কর্মীরা!
এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ক্ষতিপূরণ কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল ডিএ।
78
দীপাবলির আগে ফের মালমাল হয়ে যাবেন সরকারি কর্মীরা!
অর্থাৎ ১৮ হাজার টাকা মূল বেতনের একজন কর্মচারী, ৯ হাজার টাকা ডিএ হিসাবে পাচ্ছেন, যদি ৩ শতাংশ বৃদ্ধি কার্যকর হয় তবে তাদের মাসিক ভাতা ৫৪০ টাকা বৃদ্ধি পেতে পারে।
88
দীপাবলির আগে ফের মালমাল হয়ে যাবেন সরকারি কর্মীরা!
ডিএর পাশাপাশি, পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস রিলিফ (ডিআর) আরও বাড়বে বলে আশা করা হচ্ছে, যা অবসরপ্রাপ্তদের আরও সহায়তা বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।