মানিব্যাগে এই জিনিস রাখলেই নেমে আসবে ভয়ঙ্কর অর্থাভাব! শত উপার্জন করেও টাকা থাকবে না

মানিব্যাগে এই জিনিস রাখলেই নেমে আসবে ভয়ঙ্কর অর্থাভাব! শত উপার্জন করেও টাকা থাকবে না

Anulekha Kar | Published : Jul 23, 2024 5:19 AM IST
18
মানিব্যাগে এসব রাখলেই চরম অর্থাভাবে পড়বেন!

কোথাও বাইরে বেরলে যে জিনিসটা সবার আগে সঙ্গে নিতে হয়। সেটা হল মানি ব্যাগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসের ক্ষমতা জানেন না অনেকেই।

28
মানিব্যাগে এসব রাখলেই চরম অর্থাভাবে পড়বেন!

শুধু টাকা রাখতেই নয়, আর্থিক স্বচ্ছলতা ধরে রাখতে অত্যন্ত সাহায্য করে এই মানিব্যাগ।

38
মানিব্যাগে এসব রাখলেই চরম অর্থাভাবে পড়বেন!

ছোট্ট এই জিনিসটির রয়েছে অঢেল ক্ষমতা! আসুন মানিব্যাগ কীভাবে আর্থিক স্বচ্ছলতা বাড়াতে পারে তা জেনে নেওয়া যাক।

48
মানিব্যাগে এসব রাখলেই চরম অর্থাভাবে পড়বেন!

বাস্তু বিশেষজ্ঞদের মতে, মানিব্যাগে বেশ কিছু জিনিস রাখলে আর্থিক ক্ষতি হতে পারে। তাই এই ধরেনর জিনিস একেবারেই আপনার টাকার ব্যাগে রাখা চলবে না।

58
মানিব্যাগে এসব রাখলেই চরম অর্থাভাবে পড়বেন!

বোল্ডস্কাই-ওয়েবসাইটের মতে, কোনও মৃত মানুষের ছবি কখনই মানিব্যাগে রাখবেন না। এতে আর্থিক ক্ষতি হতে পারে। হঠাৎ নেমে আসতে পারে চরম অর্থাভাব।

68
মানিব্যাগে এসব রাখলেই চরম অর্থাভাবে পড়বেন!

কোনও ধার্মিক ছবিও মানিব্যাগে রাখা অনুচিত। বাস্তুমতে এতে অর্থাভাব দেখা দিতে পারে। তাই মানিব্যাগে এই ধরনের কোনও ছবি থাকলে তা শীঘ্রই বের করে দেওয়া উচিত।

78
মানিব্যাগে এসব রাখলেই চরম অর্থাভাবে পড়বেন!

মানিব্যাগে চাবি রাখা চলবে না। মানিব্যাগে চাবি রাখলে তা নিগেটিভিভ এনার্জি ছড়াতে পারে ও অর্থ সংকট দেখা দিতে পারে।

88
মানিব্যাগে এসব রাখলেই চরম অর্থাভাবে পড়বেন!

বোল্ডস্কাইয়ের মতে মানিব্যাগে কখনও পুরনো বিল রাখা চলবে না এতে চরম অর্থসংকট নেমে আসতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos