সামনেই লক্ষ্মীপুজো। ঘরে ঘরে শুরু হয়ে যাবে লক্ষ্মীর দেবীর আরাধনা। তবে এই পুজোর আগেও বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। তা না হলেই মারাত্মক সমস্যায় পড়তে পারেন।
27
সবার আগে যে বিষয়ে খেয়াল রাখতে হবে তা হল ঠাকুরের আসন। মনে রাখবেন মায়ের আসনে কখনও সাদা কাপড় পাততে নেই। এতে মারাত্মক রুষ্ট হন মা লক্ষ্মী। ঠাকুরের আসনে সাদা কাপড়ের বদলে লাল বা গোলাপী রঙের কাপড় ব্যবহার করতে পারেন।
37
মা লক্ষ্মীকে কখনও তুলসী পাতা দিতে নেই। তুলসী দিলে মা অত্যন্ত রুষ্ট হন। তাই এই বিষয়টি ভাল ভাবে লক্ষ রাখবেন।
47
লোহার তৈরি বাসন দিয়ে মা লক্ষ্মীর প্রসাদ দিতে নেই। সব সময় মাটির কাঁসা, পিতল বা কাগজের প্লেট ব্যবহার করতে পারেন।
57
সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করতে নেই। সাদা রঙ ছাড়া যে কোনও রঙের ফুল দিয়ে মায়ের আরাধনা করতে পারেন।
67
লক্ষ্মী পুজোয় কখনও কাঁসর ঘণ্টা বাজাতে নেই। লক্ষ্মী পুজোয় কাঁসর ঘণ্টা বাজালেই বিপদ। মা ভীষণ রুষ্ট হন।
77
মায়ের পুজোর দিন লাল, হলুদ, গোলাপী এই ধরনের বস্ত্র পরতে হয়। এবং মায়ের পুজোর দিন কখনও বাড়ি থেকে কাউকে চাল দিতে নেই।