Durga Puja 2024: ব্যাগে এক বোতল রেখে দিলেই একদম ফুরাবে না এনার্জি! চাঙ্গা হয়ে রাতভর ঠাকুর দেখতে পারবেন

ব্যাগে এক বোতল রেখে দিলেই একদম ফুরাবে না এনার্জি! চাঙ্গা হয়ে রাতভর ঠাকুর দেখতে পারবেন

পুজোর সময় সারা রাতে ঠাকুর দেখার পল্যান অনেকেরই রয়েছে। সেক্ষেত্রে শুধু সাজগোজ করে বেরিয়ে গেলেই চলবে না। কারণ সারা রাত ধরে ঠাকুর দেখার পরে শরীর অত্যন্ত খারাপ হয়ে যেতে পারে। রাতভর ঠাকুর দেখার পল্যান করে পায়ে ব্যথা, বা মাথা যন্ত্রণা অথবা ক্লান্তিভাব অনেকেই অনুভব করেন। 

তাই পুজোর সময় বেড়াতে গেলে বিশেষ কিছুর দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সঙ্গে রাখতে হবে বেশ কিছু জিনিস। যেমন সব থেকে গুরুত্বপূর্ণ হল জল। জল না খেলে কিন্তু মারাত্মক ডিহাইড্রেশন হতে পারে। তাই অবশ্যই একটা ছোট জলের বোতল সঙ্গে রাখতে পারেন।

Latest Videos

এনার্জি ড্রিঙ্ক- জলে গ্লুকন্ডি বা ওআরএস গুলে নিয়ে যেতে পারেন। এতে মারাত্মক ভাবে এনার্জি বেড়ে যায় এবং ক্লান্ত লাগে না। সারাদিন নিশ্চিন্তে ঠাকুর দেখা যাবে।  এ ছাড়াও বেশ কিছু এনার্জি ড্রিঙ্ক বানিয়ে নিতে পারেন। জেনে নিন-

অরেঞ্জ এনার্জি বুস্টার- মুসম্বি লেবু  ৩ টে ভাল করে ছাড়িয়ে নিয়ে চিনি দিয়ে ঠান্ডা জল নিয়ে মিক্সি তে ঘুড়িয়ে নিয়ে বোতলে ভরে নিন। এতে চট করে এনার্জি বেড়ে যায়।

ব্যানানা শেক-  মিক্সিতে তিন চারটে কলা, কাজু, কিশমিশ দিয়ে দুধ দিয়ে ঘুড়িয়ে নিয়ে বোতলে ভরে নিয়ে চলে যান এতে ঝটপট এনার্জি বেড়ে যায়।

কোল্ড কফি- কোল্ড কফি বানিয়ে নিয়ে যেতে পারেন সারা রাত ধরে অল্প অল্প করে পান করতে থাকলে একদম ক্লান্ত লাগবে না।  

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি