Independence Day: তিন নাকি চার, ভারতের জাতীয় পতাকায় আসলে কটি রং? রইল সেই সকল রঙের অর্থ

Published : Aug 09, 2025, 04:44 PM IST

১৯০৬ সালে কলকাতায় প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। প্রথম পতাকাটিতে লাল, হলুদ, এবং সবুজ রঙ ছিল, পরে গেরুয়া, সাদা, এবং সবুজ রঙে পরিবর্তিত হয়। প্রতিটি রঙের একটি গভীর অর্থ রয়েছে।

PREV
16

ভারতের স্বাধীনতার ৭৮ বর্ষ। ২০০ বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার পর ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতা লাভ করে ভারত। দেশের মাটিতে উড়েছিল তেরেঙ্গা।

26

তবে, স্বাধীনতার বহু বছর আগে অর্থাৎ ১৯৬০ সালের ৭ অগস্ট কলকাতার পারসি বাগান স্কোয়ারের প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। বর্তমানে যে রং জাতীয় পতাকায় রয়েছে, তা সে সময় ছিল না। গেরুয়া, সাদা এবং সবুজ রঙের বদলে প্রথমে জাতীয় পতাকায় শোভা পেত লাল, হলুদ ও সবুজ রং। ১৯০৪ সালে পতাকাটি ডিজাইন করেছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা।

36

গেরুয়া রঙের অর্থ

ভারতের জাতীয় পতাকার প্রধান তিনটি রং। তা হল গেরুয়া, সাদা ও সবুজ। আর পতাকার এই গেরুয়া রং হল সাহস, ত্যাগ ও বীরত্বের প্রতীক। এছাড়াও এটিকে আধ্যাত্মিক জীবনের রং হিসেবেও ধরা হয়।

46

সাদা রঙের অর্থ

তিরঙ্গার মাঝে থাকে সাদা রং। এই সাদা রং বিশুদ্ধতার প্রতীক। আর এটিকে শান্তির রং হিসেবে ধরা হয়। জাতীয় পতাকার সাদা রঙ দেশের প্রতিটি ধর্ম ও ভাষার প্রতিনিধিত্ব করে।

56

সবুজ রঙের অর্থ

ভারতের জাতীয় পতাকার নীচের রং হল সবুদ। আর এই সবুজ হল কর্মশক্তির আশার প্রতীক। আবার এটি হল কৃষি তথা উদ্ভিদের রং। সেদিক তেকে দেখতে গেলে এটি পৃথিবীর সঙ্গে আমাদের সম্পর্ককে বোঝায়।

66

অশোক চক্রের নীল রঙের অর্থ

অশোক চক্র থাকে ঠিক পতাকার মাঝে। সেই অশোক চক্রটি হল নীল রঙের। নীল মানে সীমাহীন আকাশ এবং অতল সমুদ্র। এছাড়াও নীল অভ্যন্তরীণ শক্তিকেও বোঝায়। অশোক চক্রের ২৪টি স্পোক দেশের ক্রমাগত অগ্রগতিকে নির্দেশ করে।

Read more Photos on
click me!

Recommended Stories