আন্তর্জাতিক নারী দিবস ২০২৫: নারী দিবস শুধু উৎসব নয়, নারীদের সংগ্রাম আর সাফল্যের প্রতীক। কিন্তু জানেন কি, ৮ই মার্চই কেন নারী দিবস? প্রথম কবে পালিত হয়েছিল এই দিনটি?
১৯১০ সালে জার্মানির সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন কোপেনহেগেনের নারী সম্মেলনে আন্তর্জাতিক নারী দিবসের প্রস্তাব রাখেন।
510
বৃহৎ পরিসরে প্রথম পালন
১৯১১ সালে ইউরোপের চারটি দেশে প্রথমবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়, যাতে ১০ লক্ষেরও বেশি মানুষ অংশ নেয়।
610
রাশিয়ায় নারীদের প্রতিবাদ
১৯১৭ সালে রাশিয়ায় নারীরা ২৩শে ফেব্রুয়ারি খাদ্য সংকট ও প্রথম বিশ্বযুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।
710
রাশিয়ার বিপ্লবের সাথে যোগসূত্র
এই আন্দোলন এতটাই প্রভাবশালী ছিল যে জার নিকোলাস দ্বিতীয়কে ক্ষমতা ছাড়তে হয়েছিল এবং রাশিয়ার নারীরা ভোটাধিকার পেয়েছিল।
810
৮ই মার্চ কেন নারী দিবস?
১৯১৭ সালে রাশিয়ার নারী আন্দোলনের সময় সেখানে ২৩শে ফেব্রুয়ারি ছিল, কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৮ই মার্চ। তাই ৮ই মার্চ নারী দিবস পালন শুরু হয়।
910
রাষ্ট্রসঙ্ঘের স্বীকৃতি
১৯৭৫ সালে রাষ্ট্রসঙ্ঘ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করে এবং বিশ্বব্যাপী পালনের সূচনা হয়।
1010
আজকের নারী দিবসের গুরুত্ব
বর্তমানে এই দিনটি নারী শক্তিকরণ, অধিকার ও লিঙ্গ সমতার কথা স্মরণ করিয়ে দেয় এবং বিশ্বজুড়ে উৎসাহের সাথে পালিত হয়।