পেঁয়াজ তো এতদিন শুধু খেয়েছেন, মোজার মধ্যে রেখে ঘুমোলে কী হয় জানেন?

পেঁয়াজের নানা গুণ রয়েছে। পেঁয়াজ খেলে অনেক উপকার হয়। একাধিক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে পেঁয়াজ। শুধু খাওয়াই নয়, শরীরের নির্দিষ্ট স্থানে পেঁয়াজ রাখলেও উপকার পাওয়া যায়।

Soumya Gangully | Published : Dec 2, 2024 12:02 PM
18
শীতকালে মোজা পরে ঘুমোন, কোনওদিন মোজার মধ্যে পেঁয়াজ রেখে পরে ঘুমিয়েছেন?

মোজার মধ্যে পেঁয়াজ রেখে পরে রাতে ঘুমোলে শরীরে ইতিবাচক প্রভাব পড়ে। জেনে নিন এই পদ্ধতিতে কী উপকার পাওয়া যায়।

28
শীতকালে মোজা পরার ফলে পায়ে যে দুর্গন্ধ হয় তা দূর করতে সাহায্য করে পেঁয়াজ

শীতকালে অনেকেরই মোজা থেকে দুর্গন্ধ পাওয়া যায়। আসলে পা ঘেমে যাওয়ার ফলে গন্ধ ছড়ায়। মোজার মধ্যে পেঁয়াজ রাখলে আর গন্ধ হয় না।

38
মোজার মধ্যে পেঁয়াজ রেখে পরে ঘুমোলে একাধিক রোগ প্রতিরোধ করাও সম্ভব হয়

মোজার মধ্যে পেঁয়াজ রেখে পরে রাতে ঘুমোলে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, হার্টের নানা সমস্যা দূর হয়, অপকারী ব্যাকটেরিয়া দূর হয়।

48
পায়ের নীচে থাকা স্নায়ুতন্ত্র স্বাভাবিক রাখতে সাহায্য করে পেঁয়াজ, মত চিকিৎসকদের

চিকিৎসকরা বলছেন, আমাদের শরীরের বিভিন্ন অংশের সঙ্গে পায়ের নীচে থাকা স্নায়ুতন্ত্রের যোগ আছে। সারাদিন জুতো পরে হাঁটলে স্নায়ুতন্ত্রগুলির উপর চাপ পড়ে, সেগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। স্নায়ুতন্ত্রগুলিকে স্বাভাবিক করে তোলে পেঁয়াজ।

58
মোজায় পেঁয়াজ রেখে পরে রাতে ঘুমোলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক থাকে

পায়ের উপর সারা শরীরের ভার থাকে। পায়ের সঙ্গে সারা শরীরের যোগ থাকে। এই কারণে পায়ের নীচে পেঁয়াজ রাখলে সারা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন স্বাভাবিক থাকে।

68
শরীরের রক্ত দূষিত হওয়া থেকেও রক্ষা করার ক্ষেত্রে সাহায্য করে পেঁয়াজ

চিকিৎসকরা জানিয়েছেন, পেঁয়াজে ফসফরিক অ্যাসিড থাকে। ফলে মোজার মধ্যে পেঁয়াজ রেখে পরে ঘুমোলে ধমনীতে ফসফরিক অ্যাসিড প্রবেশ করে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে।

78
যাঁদের হার্ট ও স্নায়ুর রোগ রয়েছে, তাঁদের সুস্থ থাকার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ পেঁয়াজ

যাঁদের হার্টরেট ঘনঘন বেড়ে যায়, স্নায়বিক সমস্যা রয়েছে, তাঁরা মোজার মধ্যে পেঁয়াজ রেখে ঘুমোলে বিশেষ উপকার হয়।

88
আজ রাত থেকেই মোজার মধ্যে পেঁয়াজ রেখে পরে ঘুমোন, কাল সকাল থেকেই উপকার পাবেন

পেঁয়াজ কেটে মোজার মধ্যে দুই টুকরো রেখে পরে রাতে ঘুমোন। পায়ের তলায় পেঁয়াজ রাখতে হবে। তাহলেই উপকার পাওয়া যাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos