ঘরে ময়ূরের পালক রাখলেই বদলে যাবে জীবন! এই পাখির পালকের বাস্তুগুণ জানলে তাক লেগে যাবে

ঘরে ময়ূরের পালক রাখলেই বদলে যাবে জীবন! এই পাখির পালকের বাস্তুগুণ জানলে তাক লেগে যাবে

ময়ূরের পালকের অপরূপ শোভা। এই পাখির পালকের সৌন্দর্য দেখলে সত্যিই তাক লেগে যাবে। সব কটা রং দিয়ে যেন বড়ই সুন্দর করে সাজান হয়েছে এই পাখির পালক  এক সঙ্গে হাজার রঙে সাজানো থাকে এই পালক। কৃষ্ণের বাঁশিতে লাগানো থাকে এই পাখির পালক। তবে এর মহিমাও অপরিসীম। তবে এই পালকের রয়েছে হাজারও বাস্তুগুণ। এমনই জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা। ঘরে এই পাখির পাল লাগলে নানাবিধ উপকার মেলে।

ঘরের যেকোনও কোণায় রেখে দিতে পারেন এই রঙিন পালক। এতে বাস্তুর বেশ কিছু উপকার হবে। শুধু সৌন্দর্যের কারণেই নয় বাস্তুগুণের কারণেও অত্যন্ত জনপ্রিয় এই পালক। জ্যোতিষবিদ্যাতেও এর কিছু বেশ কিছু গুণাগুণের কথা বলা হয়েছে।

Latest Videos

কেন ঘরে পালক রাখবেন জানেন? ঘরে ময়ূরের পালক রাখলে ঘরের যেকোনও নিগেটিভ এনার্জি পালিয়ে যায়। কোনও বাস্তু দোষ থাকলেও তার প্রতিকার পাওয়া যায়। এ ছাড়াও ঘরে সুখ, সমৃদ্ধি ফুলে ফেঁপে ওঠে।

বাস্তুশাস্ত্র অনুযায়ী ময়ূরের পালক ঘরের অশান্তি ঝামেলা দূর করতে সাহায্য করে। সবার মন হাসিখুশি রাখতেও সাহায্য করে। শিশুদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত উপকারী ময়ূরের পালক। এটি শিশু মনেও ভিষণ প্রভাব ফেলে।

শিশুদের পড়ার ঘরে ময়ূরের পালক রাখলে পড়ায় মন বসে এবং শিশুরা মনযোগী হয়। কারও শরীরে কোনও বিষক্রিয়া কমাতেও সাহায্য করে ময়ূরের পালক। স্বামী-স্ত্রীয়ের মধ্যেও সম্পর্ক ভালো রাখতে সাহায্য করে ময়ূরের পালক।

                  আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News