এই জীব দেখলেই হতে পারেন কোটি কোটি টাকার মালিক! হাতে আসতে পারে কুবেরের ভাণ্ডার

এই জীব দেখলেই হতে পারেন কোটি কোটি টাকার মালিক! হাতে আসতে পারে কুবেরের ভাণ্ডার

Anulekha Kar | Published : Aug 11, 2024 8:16 AM IST

বেজি বা নেউল দেখা শুভ তা মনে করেন অনেকেই। কখনও বাড়ি থেকে কোনও কাজে বেরিয়ে বেজি দেখলে তা শুভ বলেই মনে করেন অনেকে। কিন্তু আদৌ এই প্রাণী কতটা শুভ? তা জানালেন, জ্যোতিষী পণ্ডিত পঙ্কজ পাঠক। হিন্দু ধর্মতে বেজিকে ভগবান কুবেরের বাহক বাহক বলে মনে করা হয়।

বেজি দেখা অত্যন্ত শুভ বলেই জানিয়েছেন এই পণ্ডিত। সকালে বেজি দেখলে তা ভাগ্য বদলে দিতে পারে । বেজি হল সূর্যের প্রতীক। পণ্ডিত পঙ্কজ পাঠক জানান যে, বেজিকে সূর্যের প্রতীক বলে মনে করা হয়। বেজি আমাদের জীবনে সূর্যের মতো উজ্জ্বলতা দেয়। যদি কোনও ব্যক্তি সকালে উঠে বেজি দেখেন, তাহলে তিনি প্রচুর অর্থলাভ করেন।

Latest Videos

ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে বেজিং দেখলে বুঝতে যে আপনি খুব তাড়াতাড়ি ধনী হবেন। জ্যোতিষ মতে, বেজি সরাসরি মাটিতে লুকিয়ে থাকা গুপ্তধনের সঙ্গে সম্পর্কিত। ভোরবেলা বেজি দেখলে বুঝতে হবে যে আপনি কোনও গোপন গুপ্তধনের খোঁজ পেতে পারেন।

ভগবান কুবেরের বাহন এই জীব। হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে বেজিকে সম্পদের দেবতা ও ভগবান কুবেরের বাহন বলে মনে করা হয়। তাই বেজি দেখা অত্যন্ত শুভবলে মনে করা যেতে পারে। কোথাও যাওয়ার সময় যদি বেজি পথ অতিক্রম করে বা তাহলে বুঝতে হবে যে ব্যক্তি যে কাজের যাচ্ছেন তা শুভ হতে চলেছে । তাই কোনও শুভ কাজে যাওয়ার আগে এই জীব দেখলে বুঝতে হবে আপনার কাজ সফল হবে।

Share this article
click me!

Latest Videos

পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |
অবশেষে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন তাঁরা | Junior Doctors
দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |