এই জীব দেখলেই হতে পারেন কোটি কোটি টাকার মালিক! হাতে আসতে পারে কুবেরের ভাণ্ডার

এই জীব দেখলেই হতে পারেন কোটি কোটি টাকার মালিক! হাতে আসতে পারে কুবেরের ভাণ্ডার

বেজি বা নেউল দেখা শুভ তা মনে করেন অনেকেই। কখনও বাড়ি থেকে কোনও কাজে বেরিয়ে বেজি দেখলে তা শুভ বলেই মনে করেন অনেকে। কিন্তু আদৌ এই প্রাণী কতটা শুভ? তা জানালেন, জ্যোতিষী পণ্ডিত পঙ্কজ পাঠক। হিন্দু ধর্মতে বেজিকে ভগবান কুবেরের বাহক বাহক বলে মনে করা হয়।

বেজি দেখা অত্যন্ত শুভ বলেই জানিয়েছেন এই পণ্ডিত। সকালে বেজি দেখলে তা ভাগ্য বদলে দিতে পারে । বেজি হল সূর্যের প্রতীক। পণ্ডিত পঙ্কজ পাঠক জানান যে, বেজিকে সূর্যের প্রতীক বলে মনে করা হয়। বেজি আমাদের জীবনে সূর্যের মতো উজ্জ্বলতা দেয়। যদি কোনও ব্যক্তি সকালে উঠে বেজি দেখেন, তাহলে তিনি প্রচুর অর্থলাভ করেন।

Latest Videos

ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে বেজিং দেখলে বুঝতে যে আপনি খুব তাড়াতাড়ি ধনী হবেন। জ্যোতিষ মতে, বেজি সরাসরি মাটিতে লুকিয়ে থাকা গুপ্তধনের সঙ্গে সম্পর্কিত। ভোরবেলা বেজি দেখলে বুঝতে হবে যে আপনি কোনও গোপন গুপ্তধনের খোঁজ পেতে পারেন।

ভগবান কুবেরের বাহন এই জীব। হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে বেজিকে সম্পদের দেবতা ও ভগবান কুবেরের বাহন বলে মনে করা হয়। তাই বেজি দেখা অত্যন্ত শুভবলে মনে করা যেতে পারে। কোথাও যাওয়ার সময় যদি বেজি পথ অতিক্রম করে বা তাহলে বুঝতে হবে যে ব্যক্তি যে কাজের যাচ্ছেন তা শুভ হতে চলেছে । তাই কোনও শুভ কাজে যাওয়ার আগে এই জীব দেখলে বুঝতে হবে আপনার কাজ সফল হবে।

Share this article
click me!

Latest Videos

'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'যারা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পড়িয়েছে তাদের অবস্থা ভয়াবহ হবে' মন্তব্য সুজনের | Bangladesh
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar