বাসন মাজার পর অ্যালার্জি হয়?
আপনার স্পঞ্জে স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়া থাকলে ত্বকের সংক্রমণ হতে পারে। এর ফলে হাতে অ্যালার্জিও হতে পারে। মোরাক্সেলা অসলোয়েনসিস ব্যাকটেরিয়া দুর্গন্ধ সৃষ্টি করে। এর ফলে ত্বকের সংক্রমণ, বাত হতে পারে।
কোন কোন ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে?
স্পঞ্জে থাকা ক্যাম্পাইলোব্যাক্টর ব্যাকটেরিয়া পেটে ব্যথা, ডায়রিয়া, জ্বর হতে পারে। এই ব্যাকটেরিয়া সাধারণত মুরগির মাংসে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এন্টারোব্যাক্টর ক্লোয়াসি ব্যাকটেরিয়া নিউমোনিয়ার মতো রোগ সৃষ্টি করতে পারে।
ই. কোলাই ব্যাকটেরিয়া পেট খারাপ, ডায়রিয়া হতে পারে। কিছু ক্ষেত্রে কিডনির সমস্যাও হতে পারে। মুরগির ডিমে থাকা সালমোনেলা ব্যাকটেরিয়া দূষিত খাবার, পানির সংস্পর্শে আসে। স্পঞ্জে থাকলে ডায়রিয়া, জ্বর, পেশীতে টান হতে পারে। ক্লেবসিয়েলা নিউমোনিয়া, মূত্রনালীর সংক্রমণ হতে পারে।