সকালে খালি পেটে আমলকীর রস খেলেই ম্যাজিক! হাজার হাজার রোগ-ব্যধি থেকে মুক্তি দেবে এই উপাদান

সংক্ষিপ্ত

সকালে খালি পেটে আমলকীর রস খেলেই ম্যাজিক! হাজার হাজার রোগ-ব্যধি থেকে মুক্তি দেবে এই উপাদান

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের রোগ বেড়েই চলেছে। পাশাপাশি বাড়ছে ওষুধের চাহিদা। কন্তু অতিরিক্ত ওষুধ খেলেও সমস্যা এর ফলে দেখা দিতে পারে বীভৎস সাইড এফেক্ট্স। তাই এই ক্ষেত্রে নিজেকে সুস্থ রাখতে আরও অনেক বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।

শুধু ওষুধ নয় নজর দিতে হবে পথ্যের উপরে। ডায়েটে রাখতে হবে প্রচুর পরিমাণে শাক সব্জি। ফলমূল । ফলের মধ্যে আমলকির গুণাগুণের শেষ নেই। এর গুণ সম্পর্কে নতু করে বলার কিছুই নেই। তবে নিয়মিত এর রস খেলে মিলবে অপরিসীম উপকার

Latest Videos

শরীরের জন্য মহৌষধের মতো কাজ করে এই ছোট্ট ফলের রস। এই ফলের রস খালি পেটে খেলে ওষুধ ছাড়াই বহু ব্যধি নিয়ন্ত্রণে আনা যায়। সহজেই শরীর থেকে দূর করা যায় বিভিন্ন সমস্যা। আসুন জেনে নেওয়া যাক ঠিক কী কী উপকার রয়েছে আমলকীর রসে

এতে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। আমলকীর রস সকালে খালি পেটে খেলে ইমিউনিটি ভীষণ ভাবে বাড়ে। ইমিউনিটি বাড়াতে অত্যন্ত কার্যকরী এই ফলের রস।

এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ যা লিভারের জন্য অত্যন্ত উপকারী। লিভারের সমস্যা মেটাতে ভীষণ সাহায্য করে এই ফল। লিভার সুস্থ রাখতে খালি পেটে এই ফলের রস খেলে ভীষণ উপকার মেলে

এতে রয়েছে অ্যান্টি ডায়রিয়াল প্রপার্টি যার দরুন ডায়রিয়াতে নিমেষে কাজ দেয় এই ফল। এ ছাড়াও পেটের অন্যান্য সমস্যা মেটাতে সাহায্য করে আমলকি। গ্যাস অম্বলেও ভীষণ কার্যকরী এই ফল। গা. হাত, পায়ের যন্ত্রণা মেটাতেও এর কোনও তুলনা হয় না।

Share this article
click me!

Latest Videos

'ভদ্রমহিলা জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন', SSC-র রায় নিয়ে মমতাকে ধুয়ে দিলেন অভিজিৎ
'মমতা মিটিং ডেকেছে আবার চাকরি নিয়ে ২ নাম্বারি করার জন্য', ফেসবুক লাইভে গর্জে উঠলেন ফিরদৌস শামীম