নারকেল তেলের হাজার গুণাগুণ। ত্বক ও চুলের যত্নে এর কোনও তুলনা হয় না। কিন্তু শুুধ মাখার জন্য নয়, খাওয়ার জন্যেও ব্যবহার করতে পারেন নারকেল তেল। নারকেল তেল খেলে অঢেল উপকার মেলে। বিভিন্ন শারীরিক সমস্যা দূর হয় নারকেল তেলে। আসুন জেনে নেওয়া যাক নারকেল তেলের কার্যকারিতা।
নারকেল তেল দিয়ে রান্না করলে তা শরীরের জন্য অনেক উপকারী। জানলে অবাক হবেন যেখানে ওজন কমাতে তেলের ব্যবহার কমাতে বলা হয় সেখানে নারকেল তেলে রান্না ওজন কমাতে সাহায্য করে । এতে রয়েছে ট্রাই গ্লিসারাইড যা ওজন কমানোর জন্য অত্যন্ত উপকারী।
২০ শতাংশ পর্যন্ত ইউভি রশ্মি ব্লক করে নারকেল তেল। এই উপাদান ত্বকে ব্যবহার করলে ত্বক রোদের পোড়ার থেকে মুক্তি পায় ও পেট ঠান্ডা থাকে। পেটের সমস্যা দূর করতে সাহায্য করে নারকেল তেল।
নারকেল তেল উচ্চ স্যাচুরেটেড ফ্যাটযুক্ত সামগ্রীর একটি সমৃদ্ধ উৎস। এতে ভাজাভুজি করলে শরীরের ক্ষতি হয় না। এবং বদ হজমেরও সমস্যা থেকেও বাঁচা যায়। এ ছাড়া রান্নার স্বাদ বর্ধক হিসাবেও কাজ করে নারকেল তেল। যেকোনও রান্নায় নারকেল তেল থাকলে তার স্বাদই অসাধারণ হয়।
দাঁতের জন্যেও ভীষণ উপকারী নারকেল তেল। স্ট্রেপ্টোকোকাস মিউটানস হল দাঁতের ফলক এবং মাড়ির রোগ সৃষ্টির জন্য দায়ী ব্যাকটিরিয়া। নারকেল তেল এই জাতীয় ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে এবং দাঁতের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে।\
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।