ল্যাব্রাডর বনাম গোল্ডেন রিট্রিভার - পোষ্য হিসেবে কোন সারমেয় আপনার পরিবারের জন্য উপযুক্ত?

Published : Jul 13, 2025, 08:20 PM IST
Dogs, Puppies, Labrador

সংক্ষিপ্ত

পাড়া-পড়শী, বন্ধু-বান্ধবদের পোষ্য দেখে আপনিও পোষ্য আনার কথা ভাবছেন? পোষ্যকে ঘরে আনার আগে তার দেখভালের কিছু শর্ত পূরণ করতে পারলে তবে সারমেয় বাড়িতে আনুন।

পাড়া-পড়শী, বন্ধু-বান্ধবদের পোষ্য দেখে আপনিও পোষ্য আনার কথা ভাবছেন? তবে কুকুর পোষার আগে অনেক প্রশ্ন মাথায় আসে—কোন প্রজাতি ঘরের জন্য উপযুক্ত? কে বেশি শান্ত বা দুষ্টু? কে বাচ্চাদের সঙ্গে ভালো মিশবে? হিংস্র কিনা - এই প্রশ্নগুলোর নির্ভরযোগ্য উত্তর না জেনে কুকুর পোষা শুরু করলে ভবিষ্যতে সমস্যায় পড়ার হতে পারে। বিশেষ করে জনপ্রিয় দুটি প্রজাতি—ল্যাব্রাডর এবং গোল্ডেন রিট্রিভার - কোনটি বাড়িতে আনবেন এই নিয়ে বিভ্রান্তিতে থাকেন অনেকেই। এই প্রতিবেদনে আপনার বিভ্রান্তি কাটানোর জন্য সারমেয়দের নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

ল্যাব্রাডর এবং গোল্ডেন রিট্রিভার উভয়েই ‘রিট্রিভার’ পরিবারের। ল্যাব্রাডর রিট্রিভার বা ল্যাব্রাডর, রিট্রিভার শিকারের সময় সঙ্গে থাকা কুকুরদের বা গান ডগের একটি প্রজাতি। ইংল্যান্ডে তাদের আদিনিবাস। আবার গোল্ডেন রিট্রিভার স্কটল্যান্ডের একটি প্রজাতি থেকে এসেছে।

ল্যাব্রাডর বনাম গোল্ডেন রিট্রিভার

১। ল্যাব্রাডর রিট্রিভার

ল্যাব্রাডর রিট্রিভার অন্য অনেক প্রজাতির সারমেয়র ঠান্ডা ও বুদ্ধিদীপ্ত, হিংস্র নয়। তবে স্বভাবে খুবই চনমনে, খেলাধুলো প্রিয়। ভীষণ চঞ্চল তাই খাওয়ার প্রবণতা ও স্থূলতার ঝুঁকিও বেশি। খেলাধুলা শরীরচর্চার প্রয়োজনও বেশি। এদের ঘ্রাণশক্তিও প্রখর। এরা মানুষের সঙ্গে মিশেও যেতে পারে খুব তাড়াতাড়ি আর অনুগত হয়।

সাধারণত কালো, সাদা বা ফন রঙের হয়ে থাকে। গায়ে ঘন ছোটো লোমে ঢাকা। ল্যাব্রাডরের দৈর্ঘ্য প্রায় ২২ ইঞ্চি।

২। গোল্ডেন রিট্রিভার

গোল্ডেন রিট্রিভার শান্ত স্বভাবের, তবে যথেষ্ট সংবেদনশীল। বাড়ির শিশুদের সাথে খুব ভালো মেশে এরা।

সোনালি রঙের বড়, মসৃণ লোমে ঢাকা সারা গা। মুখের গঠন একটু সরু, কান তুলনামূলক বেশি বড় ও লোমশ। এরা আয়তনে বেশ বড় হয়, দৈর্ঘ্যে সর্বাধিক ২৪ ইঞ্চি।

পরিবারের জন্য কে উপযোগী?

* ল্যাব্রাডর মনিবের অনুভূতি, মনখারাপ, খুশি —সবটাই দ্রুত বুঝতে পারে। নিমেষেই আপনার মন খারাপ ভালো করে দেবে। খেলাধুলা, দৌড়ঝাঁপ, সক্রিয় লাইফস্টাইলের সঙ্গে মানানসই। তাই চনমনে সঙ্গী চাইলে ল্যাব্রাডর ভালো পছন্দ।

* বাড়িতে শিশুরা থাকলে গোল্ডেন রিট্রিভার পছন্দ হতে পারে, কারণ এরা একটু শান্ত স্বভাবের হলেও বন্ধু বা সঙ্গী হিসাবে খুব ভালো।

* গোল্ডেন রিট্রিভার অপেক্ষাকৃত শান্ত তবে উন্মুক্ত পরিবেশ খুব পছন্দ করে। আবার ল্যাব্রাডর খেলাধুলা, দৌড়ঝাঁপ বেশি করে তাই বাড়িতে জায়গা ছোট হলে নিয়মিত রাস্তা এবং মাঠে নিয়ে যেতে হবে, নাহলে ঘরেই খেলার ব্যবস্থা হবে।

* দু’জনেরই নিয়মিত দেখভালের প্রয়োজন। নিয়মিত পরিষ্কার রাখা, খাওয়ার খাওয়ানো, শরীরচর্চা, টিকাকরণ জরুরি। তবে গোল্ডেন রিট্রিভারের বড় লোম হওয়ায় অতিরিক্ত যত্নের দরকার পড়ে। আর ল্যাব্রাডরের খাবার খাওয়ার প্রবণতাও বেশি।

আরও যে বিষয়গুলি খেয়াল করতে হবে

পোষ্য শুধু ঘরে আনলেই হয় না। তাদের দেখভালও খুব জরুরি মনুষ্য সন্তানের মতোই। তাই বাড়িতে সারমেয় আনার আগে আরও কিছু বিষয় খেয়াল রাখা জরুরী। এমন অনেক প্রজাতির সারমেয় রয়েছে যারা অত্যন্ত গরম বা আর্দ্র আবহাওয়া মানিয়ে নিতে পারে না। তা ছাড়া চেহারায় বেশ বড়সড় হলে তার চলেফেরা, শোয়ার জন্য বড় জায়গা দরকার। দরকে আলাদা ডায়েট, যত্ন - সেই শর্তগুলো পূরণ করা সম্ভব হলে সেই বুঝে তবেই কুকুর কেনা দরকার।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Saraswati Puja Wishes: সরস্বতী পুজোর শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা, রইল সেরা শুভেচ্ছা বার্তার হদিশ
স্মৃতিশক্তি বাড়াতে কী খাবেন?