চমৎকার! বহু রোগীর ক্যান্সার সেরেছে এই গ্রামে, সুস্থ হতে ভিড় জমাচ্ছেন সারা দেশের মানুষ

চমৎকার! বহু রোগীর ক্যান্সার সেরেছে এই গ্রামে, সুস্থ হতে ভিড় জমাচ্ছেন সারা দেশের মানুষ

Anulekha Kar | Published : Sep 24, 2024 5:59 AM IST
17
বহু রোগীর ক্যান্সার সেরেছে এই গ্রামে

ক্যান্সার একটি দূরারোগ্য ব্যধি। এই রোগের সঙ্গে বেঁচে থাকতে একটা কঠিন লড়াই লড়তে হয়। কিন্তু এই রোগেরও চিকিৎসায় দারুণ সাফল্যতা এসেছে বেতুল জেলার কান্নাওয়াড়ি গ্রামে।

27
বহু রোগীর ক্যান্সার সেরেছে এই গ্রামে

এই গ্রামে ক্যান্সার ও অন্যান্য জটিল রোগের অসাধারণ চিকিৎসা করা হয়। আয়ুর্বেদিক চিকিৎসা করেন এই গ্রামের বৈদ্য বাবুলাল।

37
বহু রোগীর ক্যান্সার সেরেছে এই গ্রামে

গত কয়েক বছর ধরে অসাধারণ চিকিৎসা করে আসছেন এই বৈদ্য। বহু দূরারোগ্য ক্যান্সার রোগী সুস্থ হতে পেরেছে তাঁর চিকিৎসায়।

47
বহু রোগীর ক্যান্সার সেরেছে এই গ্রামে

কান্নাওয়াড়ির চিকিৎসায় আরও একটি বিশেষত্ব রয়েছে। এই বৈদ্যর কাছে চিকিৎসা করলে কোনও অর্থের দাবি করা হয় না।

57
বহু রোগীর ক্যান্সার সেরেছে এই গ্রামে

বৈদ্য বাবুলাল সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছেন। বছরের পর বছর ধরে। কোনও রকম ফি ছাড়াই মানুষের চিকিৎসা করছেন তিনি।

67
বহু রোগীর ক্যান্সার সেরেছে এই গ্রামে

এখানে রোগীরা শুধু ক্যান্সারই , ডায়াবেটিস, হাঁপানি এই ধরনের বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। রবি ও মঙ্গোলবার সকাল ৮টা থেকে রোগী দেখা শুরু হয়।

77
বহু রোগীর ক্যান্সার সেরেছে এই গ্রামে

তবে আসার আগের দিন অবশ্যই ফোন করে অ্যাপায়ন্টমেন্ট করে নিতে হয়। তবে চিকিৎসার পাশাপাশি বেশ কিছু খাবার নিয়ন্ত্রণের কথাও বলে দেন বৈদ্য বাবুলাল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos