Modular Kitchen: পুজোর আগে রান্নাঘর মডিউলার করতে চান? তাহলে অবশ্যই সঠিক পরামর্শে সাজান

Published : Sep 09, 2025, 01:41 AM IST
Modular Kitchen: পুজোর আগে রান্নাঘর মডিউলার করতে চান? তাহলে অবশ্যই সঠিক পরামর্শে সাজান

সংক্ষিপ্ত

Modular Kitchen: বাড়ির গৃহিণীদের সবচেয়ে প্রিয় জায়গা রান্নাঘর। এখানে তাদের অনেকটা সময় কেটে যায়।তাই যদি মন মত কিচেন ক্যাবিনেট হয়। রইলো কিছু পরামর্শ।

Modular Kitchen: বাড়ির লক্ষ্মী যেখানে বাস করেন সেটি হচ্ছে রান্নাঘর।গৃহস্থের কাছে রান্নাঘর অত্যন্ত প্রিয় জায়গা। আর সেই রান্নাঘরকে আধুনিক ট্রেন্ড অনুযায়ী সাজিয়ে তুলতে চান অনেকেই। বাড়ির গৃহিণীদের সবচেয়ে প্রিয় জায়গা রান্নাঘর। এখানে তাদের অনেকটা সময় কেটে যায়।

কিচেন তৈরির পরিকল্পনা রয়েছে

তবে আজকালকার দিনে রান্নাঘরকে আধুনিক সাজে সাজিয়ে তুলতে অনেকেই চান।আধুনিক রান্নাঘর মানেই মডিউলার কিচেন তৈরির কথা ভাবেন কেউ কেউ। হালফ্যাশনের এই রান্নাঘর তৈরি করতে গিয়ে নানা ঝক্কি হয় অনেক সময়। সামান্য ভুল করলেই সর্বনাশ। না হয় ঠিকমতো রান্নাঘরের সাজসজ্জা, আর না হয় নিজের সুবিধা। ফলস্বরূপ টাকাই মাটি। পুজোর আগে আপনারও কি মডিউলার কিচেন তৈরির পরিকল্পনা রয়েছে? তাহলে কিন্তু চিরাচরিত এই ভুলগুলি একটু এড়িয়ে চলবেন

এখন হাতের মুঠোয় একটি স্মার্টফোন আর তাতে ইন্টারনেট থাকলেই কেল্লাফতে! সব পাওয়া যায়। মডিউলার কিচেনের ডিজাইন পাওয়াও অসম্ভব নয়। তাই গুগলে পাওয়া ডিজাইনে মুগ্ধ হয়ে অনেকে সেভাবে রান্নাঘর সাজানোর পরিকল্পনা করেন।

কিন্তু রান্নাঘর সাজানোর আগে বা মডুলার করার আগে যদি আমরা রান্নাঘরের মাপঝোপ ঠিকমত না নিতে পারি বা ঠিকমতো পরিকল্পনা না করতে পারি তাহলে সে ক্ষেত্রে হিতে বিপরীত।

অভিজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত

একটু পরিকল্পনার ভুলে শেষমেশ সবকিছুই মাটি হয়ে যায়। তাই ইন্টারনেটে ছবি দেখে সেভাবে রান্নাঘর সাজানোর পরিকল্পনা করবেন না। পরিবর্তে অভিজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন।

গ্যাস কোথায় রাখবেন, সিংক কোনদিকে হবে, কোথায় বা রাখা হবে ফ্রিজ, মাইক্রোওয়েভের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী – আগে সে পরিকল্পনা করুন। শুধুমাত্র রান্নাঘরের সৌন্দর্যের কথা মাথায় রেখে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্যাবিনেট করাবেন না।

অল্প জায়গার মধ্যে অধিকাংশ জায়গা যদি ক্যাবিনেট করতে যান সে ক্ষেত্রে ছোট রান্নাঘর খুব ঘিঞ্জী হয়ে পড়ে। তাই যাতে সমস্ত জিনিসপত্র ঠিকমতো রান্নাঘরে রাখা যায়, সেটুকুই পরিকল্পনা করুন। মডিউলার কিচেন তৈরি করতে টাকা খরচ হবে, এটা সবার প্রথম বিশ্বাস করতে শিখুন। সস্তায় চাইতে গিয়ে গুণগত মানের জন্য সমঝোতা করবেন না। তাতে ক্যাবিনেট-সহ নানা সামগ্রী মাত্র কয়েকদিনে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

মডিউলার কিচেন তৈরি করতে গিয়ে রান্নাঘরে আলোর জোগান আসছে কিনা, তা দেখতে ভুলবেন না। নইলে ভবিষ্যতে রান্নাঘর ব্যবহার করতে গিয়ে বিপদে পড়বেন আপনি। তাই মডিউলার কিচেন তৈরির সময় অবশ্যই কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন। তারপর নিজের রান্নাঘর সাজান। নইলে সাধের রান্নাঘরের সৌন্দর্যের বৃদ্ধির তুলনায় কমবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা
বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই জন্মায়