হাজার পরিশ্রম করেও অর্থাভাব ঘুচছে না? সকালে উঠে সব কাজ ফেলে আগে করুন এই কাজ! দিন কয়েকের মধ্যেই হবে টাকার জোয়ার

Published : May 29, 2025, 11:43 AM IST

Money Earing Vastu Tips: সকালে উঠেই এই কাজ করলে বদলে যাবে জীবন! ২ হাতে টাকা রোজগার করতে পারেন আম্বানির মতো। 

PREV
18

সকালে সব কাজ ছেড়ে আগে করুন এই কাজ! কয়েকদিনের মধ্যে অর্থাভাব তো ঘুচবেই বাড়িতে আর টাকা রাখার জায়গা পাবেন না। ১০০ শতাংশ কার্যকরি নিয়ম বলে দিচ্ছে বাস্তু শাস্ত্র।

28

এই বাজারে পরিশ্রম প্রায় সকলেই করেন, কিন্তু পরিশ্রম করেও সঠিক ভাবে উপার্জন করতে পারছেন না বেশিরভাগ মানুষ। আসলে কিছুটা হলেও ভাগ্যের কারণে অর্থাভাবে ভুগছেন বলেই দাবি বাস্তুশাস্ত্রের।

38

কিছুতেই অর্থাভাব ঘুচতে চাইছে না? সকালে সব কাজ বাদ দিয়ে একটা কাজ করলেই ভাগ্য সহায় হবে। টাকার অভাব ঘুচে গিয়ে কয়েকদিনের মধ্যেই টাকার জোয়ার হবে বাড়িতে।

48

কিন্তু ঠিক কী করবেন? যাতে আর অর্থ কষ্ট থাকবে না? আসুন জেনে নেওয়া যাক বাস্তুবীদদের মত।

58

সকালে উঠেই আগে কোনও দিকে না তাকিয়ে চোখ খুলে নিজের হাত সোজা করে হাতের করের দিকে তাকান। এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন। এবং নিজের হাতকে ধন্যবাদ দিয়ে বলুন, “ তোমার জন্যই কর্ম করতে পারছি”।

68

রোজ নিয়ম করে এই অভ্যাস চালিয়ে যান। মাত্র কয়েক দিন পরেই নিজেই তফাৎ বুঝতে পারবেন। কর আমাদের ভাগ্য নির্ধারণ করে তাই তাকে ধন্যবাদ জানালে সৌভাগ্য আসে।

78

যারা বহুদিন ধরে অর্থাভাবে ভুগছেন হাজার চেষ্টা করেও দারিদ্য ঘুচছে না তারা নিয়ম করে ঘুম থেকে উঠে নিজের হাতের কর দেখুন। মুহূর্তের মধ্যে বদলে যাবে আপনার ভাগ্য।

88

এই তথ্যটি শুধু সাধারণ তথ্যের জন্য বিশদে জানতে বাস্তুবিদের অবশ্যই পরামর্শ নিন। তথ্যটির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

Read more Photos on
click me!

Recommended Stories