উজ্জ্বল ত্বকের জন্য রাতে করণীয় কিছু স্কিন কেয়ার টিপস! এই অভ্যাসেই একেবারে কাঁচের মতো চকচকে হবে ত্বক

উজ্জ্বল ত্বকের জন্য রাতে করণীয় কিছু স্কিন কেয়ার টিপস! এই অভ্যাসেই একেবারে কাঁচের মতো চকচকে হবে ত্বক

Anulekha Kar | Published : Jan 9, 2025 9:25 PM
15

উজ্জ্বল ত্বক কার না পছন্দ? যুবক থেকে বৃদ্ধ, সবাই উজ্জ্বল ত্বক চান। এর জন্য অনেকেই নানা চেষ্টা করে থাকেন। কেউ কেউ বাজারে পাওয়া নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু, তাদের কোনো লাভ হয় না। শুধু টাকা খরচ হয়। তাই, এসবের চেয়ে ঘরোয়া উপাদান দিয়েই উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব, জানেন কি?

25

হ্যাঁ, দিনভর পরিশ্রমের পর রাতে নিজের জন্য কিছুটা সময় বের করুন। অর্থাৎ, রাতে ঘুমানোর আগে মাত্র ১০ মিনিট ত্বক পরিচর্যায় দিলেই যথেষ্ট। কিছু সহজ রাতের ত্বক পরিচর্যার টিপস মেনে চললেই আপনার ত্বক উজ্জ্বল ও কোমল হয়ে উঠবে। কীভাবে, তা এই পোস্টে জেনে নিন।

35

কাঁচা দুধ:

কাঁচা দুধ ত্বকের জন্য খুবই উপকারী। কারণ দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক পরিষ্কার করে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে। এর জন্য এক বাটিতে কাঁচা দুধ নিন। এরপর তুলোর বল ডুবিয়ে মুখে ভালো করে মুছে নিন। কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন।

নারকেল তেল:

শীতকালে ত্বক কোমল ও আর্দ্র রাখতে নারকেল তেল সাহায্য করে। এর জন্য ২-৩ ফোঁটা নারকেল তেল হাতের তালুতে ভালো করে ঘষে নিন। এরপর হাত দিয়ে মুখে আলতো করে লাগান। সারারাত রেখে সকালে মুখ ধুয়ে ফেলুন।

45

বাদাম তেল:

বাদাম তেলে ভিটামিন ই আছে। এটি ত্বকের পুষ্টি জোগায় এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে। তাই ঘুমানোর আগে কয়েক ফোঁটা বাদাম তেল দিয়ে মুখে ম্যাসাজ করুন। এরপর সারারাত রেখে সকালে মুখ ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল:

অ্যালোভেরা জেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। এর জন্য তাজা অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন।

55

গোলাপ জল:

গোলাপ জল ত্বকের জন্য সতেজতা প্রদান করে। এটি একটি ভালো টোনার। তাই এটি মুখে লাগিয়ে ভালো কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এছাড়া, গোলাপ জলে সামান্য চন্দন মিশিয়ে ফেস প্যাক হিসেবে ২০ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos