AI- এর যুগেও এই কয়েকটি জিনিস আজও ব্যবহৃত হয়, তালিকা দেখলে চমকে যাবেন

Published : Jul 18, 2025, 06:41 PM IST

যুগের পরিবর্তনের সাথে সাথে সবকিছুই বদলে যাচ্ছে। প্রস্তর যুগ থেকে প্রযুক্তির যুগে পৌঁছেছে মানুষ। কিন্তু আমাদের দাদাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র আজও অপরিবর্তিত রয়েছে। আমরা এখনও সেগুলো ব্যবহার করছি। জানেন কি সেই জিনিসপত্রগুলো কি কি?

PREV
17
প্রযুক্তির ব্যবহার

যুগ বদলাচ্ছে... প্রতিদিন নতুন নতুন প্রযুক্তির উদ্ভব হচ্ছে... এর সাথে সাথে মানুষের জীবনযাত্রাও বদলে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে চাঁদের গান গাওয়া দিন থেকে চাঁদে পা রাখার পর্যায়ে পৌঁছেছে মানুষ। এমনকি, ব্রহ্মার কাজ বলে বিশ্বাস করা প্রাণ সঞ্চারের কাজটিও এখন অপর ব্রহ্মা হিসেবে চিকিৎসকরাই করছেন.. আইইউআই, আইভিএফ পদ্ধতিতে মানুষ সৃষ্টি করছেন। মহাকাশ থেকে পাতাল পর্যন্ত সব জায়গায় কি আছে তা জানার প্রযুক্তি এসেছে। মানুষ তার প্রয়োজন ও সুবিধা অনুযায়ী সবকিছুই বদলে ফেলছে।

27
যুগ বদলাচ্ছে

প্রস্তর যুগ থেকে প্রযুক্তির যুগে মানুষের অগ্রযাত্রায় বড় বড় পরিবর্তন এসেছে। একজন মানুষ তার জীবদ্দশায় অনেক অলৌকিক ঘটনা দেখছে। কিন্তু সেই সময় থেকে আজ অবধি কিছু জিনিসপত্র একেবারেই অপরিবর্তিত রয়েছে... যেমন ছিল তেমনই আছে। কালের বিবর্তনে অপরিবর্তিত সেই জিনিসপত্রগুলো কি কি দেখে নেওয়া যাক।

37
নেইল কাটার

আমাদের পূর্বপুরুষদের চুলের সাথে সাথে হাত ও পায়ের নখ কাটতেও সমস্যা হত... তাই সেই সময়ে চুল, দাড়ি, গোঁফ বড় করে রাখতেন.. নখও তেমনি বড় হত। পরবর্তীতে ব্লেড, ধারালো ছুরি দিয়ে নখ কাটতেন... নব্বইয়ের দশকে এই নেইল কাটার আসার পর এই সমস্যা দূর হয়। প্রথমে যেমন ছিল এখনও তেমনই আছে... কোন পরিবর্তন হয়নি। যত প্রযুক্তিই আসুক না কেন, আমাদের ঘরের নেইল কাটার বদলাতে পারেনি।

47
নেইল কাটার

নেইল কাটার এই প্রজন্মের জন্য একটা আবেগ.. কারণ ছোটবেলায় আমাদের বড়রা না করলেও জোর করে এই নেইল কাটার দিয়েই নখ কাটতেন। এখন আমাদের বিয়ে হয়েছে, সন্তান হয়েছে... তাদের নখও আমরা এই নেইল কাটার দিয়েই কাটছি। এভাবে যুগ বদলালেও নেইল কাটার বদলায়নি... এর সাথে জড়িত আবেগও কমেনি। আমাদের সন্তানরাও হয়তো ভবিষ্যতে তাদের সন্তানদের নখ কাটতে এটিই ব্যবহার করবে।

57
সেফটি পিন

এটি একটি খুব ছোট জিনিস... কিন্তু অনেক কাজে লাগে। মহিলারা এই সেফটি পিন বেশি ব্যবহার করেন... শাড়ির আঁচল থেকে শুরু করে জড়ায় পুষ্প আটকানো পর্যন্ত এর ব্যবহার। মহিলাদের সুন্দরভাবে সাজগোজ করার ক্ষেত্রেও এই সেফটি পিনের ভূমিকা রয়েছে। আগে ছিঁড়ে যাওয়া কাপড়, ছিঁড়ে যাওয়া জুতা আটকাতেও এই সেফটি পিন ব্যবহার করা হত। বর্তমানে এর ব্যবহার কমে গেছে... কিন্তু আগে যেমন ছিল এখনও তেমনই আছে... এর আকারে কোন পরিবর্তন হয়নি। যুগ বদলালেও সেফটি পিন বদলায়নি।

67
কাপড়ের ক্লিপ

কাপড় ঘষে ঘষে ধোয়ার দিন শেষ... এখন সবাই ওয়াশিং মেশিন ব্যবহার করছে। শহরেই নয়, গ্রামেও ওয়াশিং মেশিনের ব্যবহার বেড়েছে। কাপড় ধোয়ার পদ্ধতি বদলেছে কিন্তু শুকানোর পদ্ধতি বদলায়নি। আগের মতোই দড়িতে কাপড় টানিয়ে এই ক্লিপ দিয়ে আটকাই। কাপড় উড়ে না যাওয়ার জন্য ব্যবহৃত এই ক্লিপও আগে যেমন ছিল এখনও তেমনই আছে। গুনগত মানে পরিবর্তন এসেছে কিন্তু আকারে কোন পরিবর্তন হয়নি।

77
টুথপিক

একসময় হোটেলে গেলে নিচে বসে খেতে হত... তারপর টেবিল, চেয়ার এল... এখন নরম সোফা, নানা ধরনের চেয়ার, চকচকে টেবিল এসেছে। কিন্তু আগে থেকে এখন অবধি যা বদলায়নি তা হল টুথপিক। আগে যেমন ছিল এখনও তেমনই আছে... খাওয়ার পর মুখ পরিষ্কার করার জন্য ব্যবহৃত এই টুথপিকও কালের বিবর্তনে বদলায়নি।

Read more Photos on
click me!

Recommended Stories