আমাদের পূর্বপুরুষদের চুলের সাথে সাথে হাত ও পায়ের নখ কাটতেও সমস্যা হত... তাই সেই সময়ে চুল, দাড়ি, গোঁফ বড় করে রাখতেন.. নখও তেমনি বড় হত। পরবর্তীতে ব্লেড, ধারালো ছুরি দিয়ে নখ কাটতেন... নব্বইয়ের দশকে এই নেইল কাটার আসার পর এই সমস্যা দূর হয়। প্রথমে যেমন ছিল এখনও তেমনই আছে... কোন পরিবর্তন হয়নি। যত প্রযুক্তিই আসুক না কেন, আমাদের ঘরের নেইল কাটার বদলাতে পারেনি।