
পোষ্যদের প্রাণচঞ্চল উপস্থিতি আমাদের আনন্দে ভরিয়ে তোলে ঠিকই, তবে কখনও কখনও তাদের শরীর থেকে নির্গত দুর্গন্ধ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। পরিচ্ছন্নতার অভাবে বা শরীরের ঘাম, ময়লা জমে এমন গন্ধ হওয়া অস্বাভাবিক নয়। যদিও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, যথাযথ স্নান ও শ্যাম্পু ব্যবহারে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়, তবুও লোমশ পোষ্যর গায়ে কিছুটা হলেও গন্ধ হবেই। তবে বিশেষ পরিস্থিতিতে ba কোথাও বেড়োলে পোষ্যের শরীরে সুগন্ধী ব্যবহার করতে হয়।
তবে মানুষের সুগন্ধী নয়, পোষ্যের জন্য ব্যবহারযোগ্য আলাদা ধরনের সুগন্ধীই ব্যবহার করা দরকার। বাজারে এখন বিভিন্ন ধরণের পোষ্য-সুগন্ধী পাওয়া যায়, পাউডার, স্প্রে বা রোল-অন এর মতো। কিন্তু এই বিভিন্ন বিকল্পের মধ্যে কোনটি আপনার পোষ্যের জন্য নিরাপদ বা সেরা হবে কিকরে বাছবেন সেটা?
১। প্রাকৃতিক উপকরণে সমৃদ্ধ
সুগন্ধী কেনার সময় প্রথমেই দেখে নিন তার উপাদান তালিকা। অনেক কোম্পানি পোষ্যদের জন্য তৈরি সুগন্ধীতে এসেনশিয়াল অয়েল, ভিনিগার, লেবুর রস, কিংবা বিভিন্ন ভেষজ উপাদান ব্যবহার করে থাকে। এ ধরনের প্রাকৃতিক উপকরণ সাধারণত ত্বকে মৃদু এবং কম পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত হয়। অন্যদিকে, কৃত্রিম রাসায়নিক উপাদানযুক্ত সুগন্ধীগুলি তুলনায় সস্তা হলেও ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।
২। গন্ধ বছবেন কীভাবে?
আপনার পোষ্যের শরীরে যদি দুর্গন্ধ বেশি থাকে, তাহলে একটু কড়া গন্ধ এবং দীর্ঘস্থায়ী সুগন্ধী বেছে নিতে পারেন। যেমন— লেবু, পুদিনা, ইউক্যালিপটাস জাতীয় গন্ধ দুর্গন্ধ ঢাকতে সাহায্য করে। তবে মনে রাখবেন, পোষ্যের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ। তাই অতিরিক্ত প্রবল গন্ধ তার অস্বস্তির কারণ হতে পারে।
৩। অ্যালার্জি
সুগন্ধীতে থাকা উপাদানে আপনার পোষ্যের কোনও অ্যালার্জি আছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। যদি জানা না থাকে, তাহলে প্রথমে সামান্য পরিমাণে ব্যবহার করে দেখতে পারেন। যদি অস্বাভাবিক আচরণ, চুলকানি, হাঁচি, চোখে জল পড়া বা বিরক্তি প্রকাশ করে, তাহলে ব্যবহার বন্ধ করুন।
সতর্কতা
পোষ্যর গায়ে নিয়মিত সুগন্ধী প্রয়োগ করা ঠিক নয়। বাজারজাত সুগন্ধি বা ঘরোয়া সুগন্ধিই হোক না কেন নিয়মিত ব্যবহারে পোষ্যর অস্বস্তি হতেই পারে, অ্যালার্জি থাকলে তো আরও অসুবিধার। বরং পশুরোগ চিকিৎসকেরা পোষ্যের গায়ের গন্ধ দূর করতে স্নান, পরিচ্ছন্নতার উপরেই জোর দেন। সুগন্ধী কী ভাবে প্রয়োগ করতে হবে, সে বিষয়ে যে সংস্থার পণ্য কিনছেন, তাদের নির্দেশকা থাকলে মেনে চলা প্রয়োজন। দরকারে পশুরোগ চিকিৎসকের পরামর্শও নিতে পারেন।
সারাংশ: পোষ্যের গায়ে দুর্গন্ধ হলে অনেকেই সুগন্ধী ব্যবহার করেন। তবে মানুষের জন্য তৈরি সুগন্ধী নয়, সারমেয়দের উপযোগী বিশেষ পণ্যই বেছে নেওয়া উচিত।