কিছু সিনেমার গান শুনতে খুব ভালো লাগে। কিন্তু তার কথাগুলো খুব খারাপ। শুধু তাই নয়, সিনেমার সহিংসতা, মাদক, যৌনতা, অশ্লীল দৃশ্য বাচ্চাদের বোধগম্য হয় না। কিন্তু, এগুলো সম্পর্কে জানার কৌতূহল তাদের মধ্যে থাকে। গানের কথার অর্থ কী, অথবা ওই দৃশ্যে কেন এমনটা করা হয়েছে, বাচ্চারা বাবা-মাকে জিজ্ঞেস করে। কিন্তু, বাচ্চারা যখন এমন প্রশ্ন করে, তখন বাবা-মা সঠিক উত্তর না দিয়ে তাদের প্রশ্ন এড়িয়ে যান।
এতে করে বাচ্চাদের মনে সেই বিষয়গুলো সম্পর্কে জানার কৌতূহল আরও বেড়ে যায়। তারা বন্ধুদের কাছে অথবা অন্য কারও কাছে এসব জানার চেষ্টা করে। অপ্রাপ্ত বয়সেই তারা মোবাইলে এসব খোঁজাখুঁজি শুরু করে। সেখানে না পেলে তারা কারও কাছে গিয়ে এসব জানতে চাইতে গিয়ে বলির পাঁঠাও হতে পারে।