মিটারে চুম্বক লাগালেই কমবে বিদ্যুতের রিডিং! বিল দেখে রীতিমতো চমকে উঠবেন, কীভাবে? জেনে নিন
ইলেকট্রিকের বিল সামলাতে হিমশিম খাচ্ছেন? রয়েছে এমন কিছু অত্যাধুনিক উপায়। যা বিল কমাতে ভীষণ সাহায্য করবে।
অনেকেই দাবি করেন যে মিটারে চুম্বক বসালে মিটারে চুম্বক বসালে মিটারের রিডিং বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ বিল কমে যায়। আদৌ কতটা সত্য এই দাবি?
তবে জানেন কি? এই পদ্ধতি মারাত্মক ভাবে বেআইনি। মিটারে চুম্বক বসানো শুধু অনৈতিকই নয়,ভীষণ অপরাধ।
সামাজিক মাধ্যমের বহু রিল ও ভিডিওতে দাবি করা হয়েছে যে চমিটারে চুম্বক বসালেই রিডিং কম হয়।
হ্যাঁ বেশ কিছু জায়গা থেকে এই প্রমাণ পাওয়া গিয়েছে যে মিটারে চুম্বল লাগালেই বিদ্যুতের বিল কম আসবে।
তবে এই কারসাজিটি শুধুমাত্র পুরান মিটারের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল নতুন মিটার বা আধুনিক ডিজিটাল মিটার।
এই মিটারে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে চৌম্বক কোনও কাজে আসবে না। তাই এই পদ্ধতিটি কোনও মতেই কার্যকরী হবে না।