মিটারে চুম্বক লাগালেই কমবে বিদ্যুতের রিডিং! বিল দেখে রীতিমতো চমকে উঠবেন, কীভাবে? জেনে নিন

মিটারে চুম্বক লাগালেই কমবে বিদ্যুতের রিডিং! বিল দেখে রীতিমতো চমকে উঠবেন, কীভাবে? জেনে নিন

Anulekha Kar | Published : Aug 23, 2024 1:19 PM
17
মিটারে চুম্বক লাগালেই কমবে বিদ্যুতের বিল!

ইলেকট্রিকের বিল সামলাতে হিমশিম খাচ্ছেন? রয়েছে এমন কিছু অত্যাধুনিক উপায়। যা বিল কমাতে ভীষণ সাহায্য করবে।

27
মিটারে চুম্বক লাগালেই কমবে বিদ্যুতের বিল!

অনেকেই দাবি করেন যে মিটারে চুম্বক বসালে মিটারে চুম্বক বসালে মিটারের রিডিং বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ বিল কমে যায়। আদৌ কতটা সত্য এই দাবি?

37
মিটারে চুম্বক লাগালেই কমবে বিদ্যুতের বিল!

তবে জানেন কি? এই পদ্ধতি মারাত্মক ভাবে বেআইনি। মিটারে চুম্বক বসানো শুধু অনৈতিকই নয়,ভীষণ অপরাধ।

47
মিটারে চুম্বক লাগালেই কমবে বিদ্যুতের বিল!

সামাজিক মাধ্যমের বহু রিল ও ভিডিওতে দাবি করা হয়েছে যে চমিটারে চুম্বক বসালেই রিডিং কম হয়।

57
মিটারে চুম্বক লাগালেই কমবে বিদ্যুতের বিল!

হ্যাঁ বেশ কিছু জায়গা থেকে এই প্রমাণ পাওয়া গিয়েছে যে মিটারে চুম্বল লাগালেই বিদ্যুতের বিল কম আসবে।

67
মিটারে চুম্বক লাগালেই কমবে বিদ্যুতের বিল!

তবে এই কারসাজিটি শুধুমাত্র পুরান মিটারের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল নতুন মিটার বা আধুনিক ডিজিটাল মিটার।

77
মিটারে চুম্বক লাগালেই কমবে বিদ্যুতের বিল!

এই মিটারে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে চৌম্বক কোনও কাজে আসবে না। তাই এই পদ্ধতিটি কোনও মতেই কার্যকরী হবে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos