
ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তারিখ থেকে। এটি ভারতের একটি জাতীয় দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এটি কার্যকরী হওয়ার ঠিক দুই মাস আগে, ১৯৪৯ খ্রিঃ ২৬ নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। ২৬ জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ ১৯৩০ খ্রিঃ ঐ একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল।
এই দিনটি ভারতের তিনটি জাতীয় দিবসের অন্যতম। অন্য দু'টি জাতীয় দিবস যথাক্রমে স্বাধীনতা দিবস ও নেতাজী জয়ন্তি এই দিন সারা ভারতেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কুচকাওয়াজের অনুষ্ঠানটি হয় নয়া দিল্লির রাজপথে। ভারতের রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। প্রতি বছরের মত এই বছরেও ভারতে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে।
প্রজাতন্ত্র দিবস উদযাপনে সবার মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে শুনতে পারেন এই গানগুলি যা আপনার প্রজাতন্ত্র দিবসের দিনকে আরও সমৃদ্ধ করে তুলবে দেখে সেরা ১০ গানের তালিকা-
১) বন্দেমাতরম
২) জয় ভারতী বন্দে ভারতী
৩) ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা
৪) ধন-ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা
৫) ওঠো গো ভারতলক্ষী
৬) একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন
৭) আমি যে বেসেছি ভালো এই জগতেরে
৮) ভারতবর্ষ সূর্যের এক নাম
৯) গাহি সাম্যের গান
১০) এ দেশ আমার চোখের আলোয়, আলো ছড়ায় ভালবেসে